নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক, সারলেন জনসংযোগ

Date:

Share post:

নির্ধারিত সূচি মেনেই মঙ্গলবার নৈহাটি (Noihati) বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কালীপুজোর পরের দিন বিকেলে সেখানে ভক্তদের ঢল। অভিষেক পৌঁছতেই উচ্ছ্বসিত সবাই। তবে, তৃণমূল সাংসদের পুজোর জন্য কোনও দর্শনার্থীকে অপেক্ষা করতে হয়নি। তাঁরা নিজেদের মতোই দর্শন করেছেন। অভিষেরককে সামনে দেখে উৎসাহিত তাঁরা। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকও হাত নাড়েন দু’পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে আদর করতেও দেখা যায় তাঁকে।

সোমবার ছিল কালীপুজো। সেদিন বিকেলে লেক কালীবাড়িতে পুজোয় দেন অভিষেক। সেখান থেকে সপরিবারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পুজোয়। সেখানে পুজোয় অংশগ্রহণ করেন। যজ্ঞে বসেন। মঙ্গলবার, বড়মার মন্দিরে যাওয়ার কথা ছিল অভিষেকের।

এদিন দুপুরেই নৈহাটি বড়মার মন্দিরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে মূল মন্দিরের পাশেই মণ্ডপে থাকা বড়মার মূর্তির সামনে বসে পুজো দেন তিনি। প্রদীপ, ধূপ দেখিয়ে মায়ের আরতি করেন। সঙ্গে ছিলেন বারাকপুরের তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, নারায়ণ গোস্বামী, সোমনাথ শ্যাম, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

নৈহাটিতে বড়মার মন্দিরে অভিষেক পুজো দিয়ে বেরোতেই তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত দর্শনার্থীরা। অভিষেকও (Abhishek Banerjee) তাঁদের উদ্দেশ্য অভিষেক হাত নেড়ে প্রত্যুত্তর দেন। দাঁড়িয়ে থাকে শিশুকে স্নেহের ছোঁয়া।

spot_img

Related articles

মত্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ২২টি সেলাই স্বাস্থ্যকর্মীর মাথায়

মদ খেয়ে নার্সিং স্টাফকে (nurse) ইট দিয়ে হামলা যুবকের! ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্স রীনা মণ্ডল। তাঁর মাথায়...

শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দীর্ঘসময় ধরে বিতর্কের শিরোনামে থাকা কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi...

দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

দুর্গাপুর মেডিক্যাল(Durgapur medical) পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার আইনজীবী এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনা পূর্ব...

চিকিৎসক পরিচয় দিয়ে SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, জালে অভিযুক্ত

হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police)...