Sunday, December 14, 2025

মধ্যপ্রদেশে বিপজ্জনক রকেটের লড়াই, আহত ৩৫

Date:

Share post:

দূষণের জেরে যেখানে জেরবার গোটা দেশ, সেখানে আতসবাজি নিয়ে লড়াই অনুষ্ঠিত হচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhyapradesh)। বাজির লড়াইয়ের জেরে মঙ্গলবার ইন্দোরে (Indore) আহত হলেই অন্তত ৩৫ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। দীপাবলির (Diwali) আনন্দ সেখানে শেষ পর্যন্ত পরিণত হল সাধারণ মানুষের দুঃখ ও প্রশাসনের বিলম্বিত বোধোদয়ে। ‘উৎসব’ থামিয়ে দেওয়া হল আধ ঘণ্টা আগেই।

মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে গৌতমপুরা (Gautampura) গ্রামে প্রায় শতাব্দী প্রাচীন রীতি হিংগোট যুদ্ধ। দুপক্ষের যোদ্ধারা একে অন্যের দিকে জ্বলন্ত রকেটের (rocket) মতো বস্তু ছুঁড়ে এই যুদ্ধ চালায়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় হয়। দর্শকদের রাখা হয় লোহার জালের (iron fencing) বাইরে। ১০ ফুট উঁচু জাল দেওয়া হয় তাঁদের নিরাপত্তার জন্য। প্রতি বছরই যোদ্ধা (fighter) থেকে দর্শক সকলেই আহত হন এই ‘উৎসবে’। ২০১৭ সালে এক দর্শকের মৃত্যুও হয়। মধ্যপ্রদেশ হাই কোর্টও এই জীবনহানিকর খেলা নিয়ে প্রশ্ন তুলেছিল। তা সত্ত্বেও প্রশাসনিক তৎপরতাতেই প্রতি বছর হচ্ছে এই মারণ উৎসব।

আরও পড়ুন: দীপাবলির দ্বিতীয় দিনেও লাগামছাড়া দূষণ: দিল্লিতে জারি নিষেধাজ্ঞা

দিপাবলীর পরের দিন বুধবার গৌতমপুরা (Gautampura) গ্রামে গ্রামে তুরা ও রুনজি গ্রামের কালাঙ্গি দলের মধ্যে এই জ্বলন্ত রকেটের (rocket) প্রতিযোগিতা হয়। এদিন দর্শকদের মধ্যে কেউ হতাহত না হলেও আহত হন প্রতিযোগীরাই। ভয়াবহ পোড়ার আঘাত (burn injury) নিয়ে ৫ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। ৩০ জনকে ঘটনাস্থলেই শুশ্রুষা করা শুরু হয়। এদের মধ্যে কেউ উড়ে আসা জ্বলন্ত হিংগোটে আহত। আবার কেউ উপর থেকে পড়া বাজির আগুনে। বুধবারের দুর্ঘটনার পরে ফের প্রশ্ন উঠেছে এই উৎসবের গ্রহণযোগ্যতা নিয়ে।

spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...