নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্যজুড়ে এক হাজারেরও বেশি বুথ লেভেল অফিসারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বহু অফিসার এখনও কাজে যোগ দেননি। ১৭ অক্টোবর পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি অফিসার দায়িত্বে অনুপস্থিত ছিলেন বলে কমিশনের তরফে নিশ্চিত করা হয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অফিসারদের কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, নোটিসের জবাব সন্তোষজনক না হলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই আইনের অধীনে প্রত্যেক সরকারি কর্মচারী কমিশনের নির্ধারিত দায়িত্ব পালন করতে বাধ্য, তা না করলে শাস্তিমূলক ব্যবস্থা অনিবার্য বলে জানিয়েছেন এক কমিশন আধিকারিক।

এদিকে, আগামী দিনে দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগে পশ্চিমবঙ্গে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় কমিশন রাজ্যের উপর কড়া নজরদারি শুরু করেছে। আজ ও আগামী কাল বিহার ছাড়া অন্যান্য সব রাজ্যের মুখ্য ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশনের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বুথ লেভেল অফিসারদের অনুপস্থিতি ও প্রশিক্ষণে অনীহা নিয়ে কমিশন উদ্বিগ্ন। আগামী বৈঠকে এই বিষয়টি বিশেষভাবে আলোচিত হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – ৩০ বছর পর ফিরল দৃষ্টি! চোখে ইমপ্লান্ট বসানোয় সফল ট্রায়াল

_

_

_

_

_
_