সাতসকালে আমর্হাস্ট স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে আমর্হাস্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেস (Printing Press) বিল্ডিংয়ে আগুন লেগে যায়। প্রথমে স্থানীয়রাই ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। খবর দেওয়া হয় দমকলে। পৌঁছন পুলিশের (Police) আধিকারিকরাও। ঘটনাস্থলে দমকলের (Fire Brigade) চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire) কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

দমকল সূত্রে খবর, সাকশন মেশিন চালিয়ে ধোঁয়া বের করা হচ্ছে। তবে আগুনের উৎসস্থলে পর্যন্ত পৌঁছতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। এলাকা এতটাই ঘিঞ্জি যে ঘটনাস্থলে ঢুকতে রীতিমতো সমস্যা হয় দমকল কর্মীদের। যদিও এদিনের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে হঠাৎ এই আগুন লাগলো সেটাও এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।

প্রিন্টিং প্রেসে (Printing Press) প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন মুহূর্তে মারাত্মক আকার নেয়। কালো ধোঁয়ায় ভরে যায় আশেপাশের এলাকা। পরিস্থিতি গুরুতর হওয়ায় গ্যাসমাস্ক (Gas Mask) পড়ে ভিতরে ঢুকতে হয় দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করছে দমকল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।

–

–

–

–

–

–

–