কালীপুজোর প্রতিমা নিরঞ্জন (Kalipuja Immersion) সেরে ফেরার পথে বন্ধুদের মধ্যে বচসা থেকে খুনের চেষ্টা, মারাত্মক অভিযোগ উঠছে দমদমের বেদিয়াপাড়া (Dumdum, Bediyapara) এলাকায়। রঞ্জিত কর্মকার (Ranjit Karmakar) নামে এক যুবক বুধবার রাতে পাড়ার প্রতিমা নিরঞ্জনের পর ফিরতি পথে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরই তাঁকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ বাকিদের বিরুদ্ধে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। অগ্নিদগ্ধকে আরজি কর হাসপাতালে (RG Kar medical college and Hospital)ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গেছে রঞ্জিত বেদিয়াপাড়া এলাকার জামাই। তিনি প্রতিমা বিসর্জনে গেছিলেন, কিন্তু সেখান থেকে ফেরার পথে কী এমন ঘটনা ঘটল যার জেরে তাঁর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হল তা স্পষ্ট নয়। চিকিৎসকরা বলছেন অগ্নিদগ্ধ যুবকের শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে গেছে। ইয়ার্কির ছলে এই ঘটনা বলে অনেকের দাবি, আবার কেউ বলছেন গাড়িতে পেট্রোল ঢালতে গিয়ে দুর্ঘটনা থেকে এই মারাত্মক কাণ্ড ঘটেছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

–

–

–

–

–

–

–

–
–
–