বিলেতের টেনিস কোর্টে বঙ্গ কন্যার দাপট। ইংল্যান্ডের বয়স ভিত্তিক টেনিসে তাক লাগিয়ে দিচ্ছেন রাজারহাট নিউটাউনের তামান্না সাহা(tamanna saha)। চারটি ট্রফি জিতে রীতিমতো নজর কাড়লেন তামান্না।

নুথাল ভেস মার্গেট লন টেনিস ক্লাব ওপেন মহিলাদের সিঙ্গলসের জিতেছেন তামান্না। পাশাপাশি মিক্সড ডাবলসেও চ্যাম্পিয়ন হয়েছেন ১৬ বছরের বঙ্গ কন্যা। অনূর্ধ্ব-১৮ সিঙ্গলস ও ডাবলসের ফাইনালে হেরে রানার্সের ট্রফি পেয়েছেন তামান্না।

এর আগে বিশ্বের বিশ্বের চতুর্থ প্রাচীনতম ঘাসের কোর্ট টেনিস ক্লাবে অনুষ্ঠিত ওয়ালমার ওপেনে ওয়াইল্ডকার্ড এন্ট্রি পেয়েছিল তামান্না, সেমিাফাইনালেও পৌঁছেছিল বাঙালি এই টেনিস খেলোয়াড়।

টেনিসের পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে তাঁর এই সাফল্য ইতিমধ্যেই ব্রিটেনের ভারতীয় প্রবাসী সমাজে ছড়িয়ে পড়েছে। মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনা ও খেলাধূলাকে একসঙ্গে সামলানোর ক্ষমতা তামান্নাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

–

–

–

–



