কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই মাত্র ১৫ দিনেই তৈরি হয়ে গেল দুধিয়া-মিরিকের নদীর উপর বিকল্প সেতু। রবিবার হল ট্রায়াল রান। সফল ট্রায়াল রানের পরই আগামী কাল সোমবার খুলে যাচ্ছে মিরিক এবং শিলিগুড়িগামী দুধিয়া ব্রিজের অস্থায়ী সেতুটি। তবে এখনই পণ্যবাহী যানবাহনের জন্য সেতুটি বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ৪ অক্টোবর রাতভর ভারী বর্ষণে দুধিয়া সংলগ্ন বালাসন সেতুর তৃতীয় পিলার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে মিরিক-দার্জিলিং এবং শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ত দফতরের আধিকারিকরা ৬ অক্টোবর থেকে দ্রুতগতিতে বিকল্প পথ তৈরি শুরু করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ত দফরের দ্রুততম কাজকে প্রশংসা করে বলেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দুধিয়া অঞ্চলে নির্মিত বিকল্প হিউম পাইপ সেতু (ভেন্টেড কজওয়ে), যা মিরিককে শিলিগুড়ির সঙ্গে সংযুক্ত করে, সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে এর ওপর স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হবে।

৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুটি ৭২ মিটার দৈর্ঘ্যের হিউম পাইপ কজওয়ে দিয়ে নির্মিত, যার প্রস্থ ৮ মিটার। ১২০০ মিমি ব্যাসের ১৩২টি হিউম পাইপ ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। ১০ অক্টোবর ২০২৫ তারিখে শুরু হওয়া এই নির্মাণকাজ মাত্র ১৬ দিনের মধ্যে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও রাতদিনের পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

পুরনো সেতুটি, যা ১৯৬৫ সালে নির্মিত হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। তাই পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই নতুন সেতু নির্মাণের জন্য ৫৪ কোটি টাকার অনুমোদন দিয়েছে এবং নতুন সেতুর কাজ বর্তমানে পূর্ণ গতিতে চলছে।

আমি পশ্চিমবঙ্গের PWD-এর প্রশংসনীয় কাজের জন্য গভীরভাবে কৃতজ্ঞ, যারা মাত্র ১৬ দিনের মধ্যে এই চ্যালেঞ্জিং কাজটি সম্পন্ন করে গুরুত্বপূর্ণ সংযোগটি পুনরায় স্থাপন করেছেন এবং স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছেন।

আরও পড়ুন – খেজুরিতে টাকা দিয়ে ধর্ষণ চাপার চেষ্টা বিজেপি নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

_

_
_
_


