মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন (SIR)। সোমবার, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রীয়শাসিত রাজ্যে মঙ্গলবার থেকে SIR শুরু হচ্ছে। সোমবার রাত ১২টা থেকেই কমিশনের পুরনো তালিকা ফ্রিজ হয়ে যাবে। তারপর পাওয়া যাবে ইনুমারেশন ফর্ম

কোন কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে SIR?
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরালা, লক্ষদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর

এসআইআর শুরুর আগে গত বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ছিলেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) নিয়ে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার (Gtanesh Kumar) এবং দুই নির্বাচন কমিশনার, এসএস সান্ধু ও বিবেক যোশী। যে সব রাজ্যে এসআইআর হবে, সেখানকার রাজনৈতিক দলগুলির সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন নির্বাচন কমিশনের কর্মীরা। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানান,
৪ নভেম্বর -৪ ডিসেম্বর: বাড়ি বাড়ি সমীক্ষা, ইনিউমারেশন ফর্ম
৯ ডিসেম্বর: খসড়া তালিকা প্রকাশ
৯ ডিসেম্বর -৩১ জানুয়ারি: শুনানি (যাদের নাম বাদ তাদের আবেদন নিয়ে)
৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

জ্ঞানেশ কুমার জানান, ২০০৩ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের কোনও কাগজ দিতে হবে না। নিজের নাম না থাকলেও যদি বাবা-মায়ের নাম থাকে, তা হলেও আর কাগজ দিতে হবে না। কমিশনের সাইটে এই ‘ম্যাচিং’ ভোটারেরা নিজেরাই করতে পারবেন বলেও জানান CEC। বিহারে SIR-এর কাজ ভালো হয়েছে বলেও সাংবাদিক বৈঠকে জানান তিনি। তাঁর দাবি, বিহারে শূন্য অভিযোগ জমা পড়েছে।

–

–

–

–

–
–


