রাজ্যের কথা নয়, এই দেশে সন্তান আনব না বলেছি। ঘরে (ইন্ডাস্ট্রি)-বাইরে চাপের মুখে এবার উল্টো সুর অভিনেত্রী (Actress) সোহিনী সরকারের (Sohini Sarkar) গলায়। সংবাদ মাধ্যমকে তাঁর সাফাই, “আমি কি পাগল যে এ কথা বলব?“

আর জি কর কাণ্ডের সময় ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার-সহ টলিউডের (Tollywood) তারকরা। সেই সময় তিনি বলেন, “আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এ রকম দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যত ক্ষণ দুর্নীতি আছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে।”

এই ঘটনায় সোহিনীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “যাঁরা শাসকদলকে সারা ক্ষণ কুকথা বলছেন, দেব তাঁদের মধ্যেই প্রতিভার খোঁজ পাচ্ছেন! সোহিনী আর জি কর-কাণ্ডের সময় দুম করে বলে বসলেন, এই রাজ্য নাকি সন্তানের জন্ম দেওয়ার উপযুক্ত নয়। এর পরেও ওঁকে সমর্থন করতে হবে?“ তবে, শুধু কুণাল নয়, এই ভাবে বাংলার বিরুদ্ধে কুৎসার নিন্দা করেন টলিউড ও নেটিজেনদের একাংশ।

চাপে পড়ে এবার নিজের মন্তব্যের সাফাই দেন সোহিনী (Sohini Sarkar)। বলেন, “বেমক্কা লিখে ছড়িয়ে দেওয়া হল, আমি নাকি বলেছি এই রাজ্যে মা হব না!” ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, “আমি কি পাগল যে এ কথা বলব? সিপিএম, তৃণমূল বলে নয়, যে লঙ্কায় আসবে সে-ই রাবণ। শুধু বাংলা নয়, গোটা দেশে নতুন প্রজন্মের ভবিষ্যৎ কী? সে যদি কৃতী হয়, তাঁকে চাকরি বা পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ভাবতে হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।”
আরও খবর: SVF-সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় সিনেমা বানাবেন শিবপ্রসাদ!

সোহিনীর কথায়, “এমন যদি কোনও পরিস্থিতি হত, আমার আর শোভনের কোনও শারীরিক সমস্যা আছে, তা হলে বিষয়টা আলাদা হত।” অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি মা হতে চান। ”তবে দিন ক্ষণ এখনও জানি না। পরিকল্পনা করে কিছু হয় না, হবেও না। প্রয়োজনে দত্তক নেওয়ার জন্যও আমি প্রস্তুত।”

–

–

–

–
–


