Thursday, December 18, 2025

হাতে নেই সিনেমা, গানেই ভবিষ্যৎ খুঁজছেন অভিনেতা অনির্বাণ!

Date:

Share post:

চলতি বছরে মাত্র দুটো ছবি। গানের দল তৈরি করে মঞ্চ মাতিয়ে ভাইরাল হওয়া এবং বিতর্কের শিরোনামে উঠে আসাও একই সময়ে। কিন্তু তারপর..? হাতে আর কোনও সিনেমা নেই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) । মঞ্চ থেকে টেলিফিল্ম কিংবা টলিউড (Tolywood) থেকে সোজা বলিউডে নিজের অভিনয় দক্ষতা দেখানোর পরও অনির্বাণের হাতে কাজ নেই। এখন কি তাহলে জীবন চালাতে হুলিগানিজম- ই (Hooligaanism) ভরসা অভিনেতার?

অপর্ণা সেন (Aparna Sen) থেকে সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত থেকে অরিন্দম শীলের মতো পরিচালকদের সঙ্গে কাজ করার পরও এখন আর লাইট- ক্যামেরা-অ্যাকশনের জগতে তিনি কাজ পাচ্ছেন না। ২০২১ সালে ওয়েব সিরিজ ‘মন্দার’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল, বড়পর্দায় ‘বল্লভপুরে রূপকথা’ নজর কাড়ে। এরপর ২০২৩ সালে সরাসরি রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) বিপরীতে বলিউডে কাজ। এতকিছুর পর ২০২৫ সালে সর্বসাকুল্যে মাত্র দুটো ছবি! অনির্বাণ ভট্টাচার্য বলতে চিরাচরিত যা ইমেজ বোঝায় সেখান থেকে ভেঙে রঘু ডাকাতের (Raghu Dakat) প্রমোশনে গিয়ে প্রযোজক-অভিনেতার পাল্লায় পড়ে স্বভাববিরোধী নাচানাচিও করতে হয়েছে তাঁকে। কিন্তু তাতেও কি শেষরক্ষা হল? এর মাঝেই অবশ্য হুলিগানিজম (Hooligaanism ) নামে নতুন বাংলা ব্যান্ডের দল গড়ে জনপ্রিয়তা পাওয়ার জন্য পলিটিক্যাল স্যাটেয়ারধর্মী লিরিক্সের আশ্রয় নিতে হয়েছে তাঁকে। তাতে সফলতা, জনপ্রিয়তা আর পকেটে টাকা তিনটেই এসেছে। সেই কারণেই কি এবার শুধু গানেই মন বসাতে চাইছেন অনির্বাণ?

অভিনেতারা এখন আর শুধু তারকা নন, চিত্রনাট্যের প্রয়োজনে তাঁরা চরিত্র বটে। ইন্ডাস্ট্রিতে এসে অনির্বাণ সেই কাজটাই করে দেখিয়েছিলেন। জেলা শহরের ছেলে যেভাবে অভিনেতা-গায়ক-পরিচালক হিসেবে মঞ্চ থেকে বড়পর্দা জুড়ে নিজের একটা বিশাল ফ্যান ফলোয়ার তৈরি করেছেন সেটা নিঃসন্দেহে শেখার মতো। ২০১৫-তে টেলিফিল্ম ‘কাদের কুলের বৌ’-এর মাধ্যমে (ছোট)পর্দায় প্রবেশ তাঁর। এরপর অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’, ‘ধনঞ্জয়’ বড়পর্দায় তাঁর মাটি শক্ত করতে শুরু করেছিল। সৃজিতের ছবিতে প্রথম গান গাইলেন তিনি। গায়ক হিসেবে নজর কাড়লেন। আপাতত সেই গান বাঁধা এবং গাওয়ার কাজটাই চালিয়ে যেতে চাইছেন অভিনেতা। অনেক বিরোধীদল সেখানেও বাধা দেওয়ার চেষ্টা করছে, কেউ তাঁর নামে কেস ঠুকছেন তো কেউ আবার সোশ্যাল মিডিয়ায় অনির্বাণকে বয়কট করার দাবী জানাচ্ছেন। অনির্বাণ প্রকাশ্য স্বভাবে বিনয়ী হলেও অনেকে তাঁকে অহংকারী ভাবে। সেটাই কি কাল হল? অভিনেতা এই সমস্ত কিছু নিয়ে মন্তব্য করতে রাজি নন। তিনি আপাতত মঞ্চ নিয়ে ব্যস্ত। তবে সেটা অভিনেতা না গায়ক হিসেবে চালিয়ে যেতে চান, তা নিয়ে এখনই কিছু খোলসা করছেন না অনির্বাণ।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...