দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের (Park Street Kolkata) বন্ধ ঘরের বক্সখাটের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের পচাগলা মৃতদেহ। এই ঘটনায় ওড়িশা থেকে মৃত রাহুল লালের ২ সঙ্গীকে গ্রেফতার করলো পুলিশ। তবে ঠিক কি কারণে খুন করা হয়েছিল তা এখনও জানা যায়নি।

ঘটনার সূত্রপাত গত ২৪ অক্টোবর, পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডে এক হোটেলের বক্স খাট থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। জানা গিয়েছে, চলতি মাসের ২২ তারিখ চেক ইন করেন তিনি। সঙ্গে কয়েকজন ছিলেন। তবে যুবকের নামে চেক ইন করা হয়নি বলেই জানা গিয়েছে। তারপর তাঁর সঙ্গীরা রুম থেকে চলে যান। কিন্তু রাহুল লালকে একদিন খুঁজে পাওয়া যায়নি। তারপর তিন তলায় রুম নম্বর ৩০২-এ বক্স খাটে মেলে রাহুলের দেহ। শরীরে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে মৃত্যু হয়েছে। ধৃত শশীকান্ত বেহেরা এবং সন্তোষ বেহরাকে ওড়িশার সম্বলপুর থেকে কলকাতায় আনবে লালবাজার গুণ্ডা দমন শাখা। আরও পড়ুন :অভিষেকের নির্দেশে ধর্ষণে নাম জড়ানো কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

–

–

–

–

–

–

–


