রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে (Indian Women’s’ Cricket team) শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিশ্বজয়ী দলের দুই বঙ্গতনয়াকে আলাদাভাবে অভিনন্দন জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

ফাইনাল ম্যাচে ভারতীয় দলের দক্ষতার উল্লেখ করে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় জানান, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ (Women’s Cricket World Cup) ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়। ফাইনালে তাদের পারফর্মেন্স ছিল অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাস ভরা। গোটা টুর্নামেন্ট জুড়েই দলটি ব্যতিক্রমী দলগত দক্ষতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অসংখ্য অভিনন্দন। এই ঐতিহাসিক জয় খেলার প্রতি মনোনিবেশে অনুপ্রাণিত করবে ভবিষ্যতের চ্যাম্পিয়নদের।

A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This…
— Narendra Modi (@narendramodi) November 2, 2025
গোটা বিশ্বকাপজুড়ে ভারতীয় মহিলা দল যে দক্ষতা দেখিয়েছে, তার প্রতি কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আজ, বিশ্বকাপ ফাইনালে গোটা দেশ আমাদের উইমেন ইন ব্লু-এর (Women in Blue) কৃতিত্বের জন্য ভীষণভাবে গর্বিত। গোটা বিশ্বকাপে তাঁরা যে লড়াই এবং নিয়ন্ত্রণ প্রদর্শন দেখিয়েছে তা তরুণ প্রজন্মের মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

দেশের গর্ব উইমেন ইন ব্লু-এর জন্য মুখ্যমন্ত্রীর বার্তা, তোমরা প্রমাণ করেছো যে তোমরা সর্বোচ্চ স্তরের একটি বিশ্বমানের দল এবং আমাদের কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরাই আমাদের নায়ক। তোমাদের জন্য আরও অনেক বড় জয় অপেক্ষা করছে। আমরা তোমাদের পাশে আছি।

Today, the entire nation is incredibly proud of our Women in Blue for their feat in the World Cup final.
The fight they showed and the command they displayed throughout the tournament will be an inspiration for generations of young girls.
You have proved that you are a…
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2025
ভারতীয় মহিলা ক্রিকেট দলের মহিলাদের অভিনন্দন জানান বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শুভেচ্ছাবার্তায় তিনি জানান, ইতিহাস সৃষ্টি করে বিশ্ব সেরা মহিলা ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বজয়ী ভারতের মেয়েরা। হরমানপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও কর্মকর্তাদের জানাই অভিনন্দন।

আরও পড়ুন: দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

সেই সঙ্গে এই গুরুত্বপূর্ণ দলের দুই বঙ্গ তনয়ার কথা আলাদাভাবে উল্লেখ করেন ক্রীড়ামন্ত্রী। তাঁর বার্তা, অনবদ্য অলরাউন্ডিং পারফর্মেন্সের জন্য দীপ্তি শর্মাকেও (Deepti Sharma) জানাই আন্তরিক অভিনন্দন, একইসঙ্গে অভিনন্দন জানাই বাংলার মেয়ে রিচা ঘোষকেও (Richa Ghosh) ফাইনালে বিধ্বংসী একটা ইনিংস উপহার দেওয়ার জন্য।

–


