Saturday, December 20, 2025

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত রাজ্যের তিনটি জেলায় পরিদর্শন করবেন কমিশনের প্রতিনিধিরা। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে এই পরিদর্শক দলে থাকছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস. বি. জোসি, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও অভিনব আগরওয়াল। তাঁদের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

সূত্রের খবর, টিমটি প্রথমে কুচবিহার, তারপর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পরিদর্শনে যাবেন। তাঁদের মূল লক্ষ্য হবে বুথ লেভেল অফিসারদের (BLO) কাজের মান এবং সংশোধনী প্রক্রিয়ার সামগ্রিক গুণমান খতিয়ে দেখা।

এরই মধ্যে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। প্রায় ৭৬ লক্ষ ৬৩ হাজার ৭৫২ জন ভোটারের তথ্য সংযোজন বা সংশোধনের জন্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ফর্ম বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে ২৪ লক্ষ ৫৭ হাজার ১১৪ জন ভোটারের মানচিত্রভিত্তিক তথ্য ম্যাপিং সম্পূর্ণ হয়েছে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ৩২.০৬ শতাংশ ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনগুলিকে প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলির তরফে ইতিমধ্যেই ৪১ হাজার ৮০০ জন বুথ লেভেল এজেন্ট মনোনীত করে কমিশনের কাছে পাঠানো হয়েছে। কমিশনের আশা, তাঁদের সহযোগিতায় প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হবে। উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর থেকে নতুন ভোটার নাম সংযোজন শুরু হবে এবং ৪ ডিসেম্বরের মধ্যে সমগ্র সংশোধনী প্রক্রিয়া শেষ করার নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে...

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...