Friday, January 9, 2026

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

Date:

Share post:

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage) হতে হবে, তা ভাবেননি ওড়িশার (Odisha) আদর্শ বেহেরা। শেষ পর্যন্ত সুদানের (Sudan) ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর (RSF) হাতে বন্দি হয়ে ভারত সরকার ও ওড়িশা সরকারের কাছে হস্তক্ষেপের দাবি জানালেন তাঁর পরিবার। ইতিমধ্যেই ভারতে অবস্থিত সুদান দূতাবাসের (embassy) সঙ্গে আদর্শের মুক্তির জন্য যোগাযোগ করেছে বিদেশমন্ত্রক (MEA)।

২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। আরএসএফ দেশের সুদানিজ আর্মড ফোর্সেসের (SAF) বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। ইসলাম-বিরোধী নতুন সুদান তৈরির লড়াই চালাচ্ছে আরএসএফ। যদিও বিশ্বের বৃহৎ শান্তি প্রতিষ্ঠা সংস্থাগুলির হিসাবে আরএসএফ গণহত্যা ও ধর্ষণের মতো অপরাধে অভিযুক্ত। সেই আরএফএস-এর হাতে বন্দি ওড়িশার আদর্শ। সম্প্রতি তাঁর একটি ভিডিও তাঁর পরিবারের কাছে এসে পৌঁছেছে। সেখানে দুই আরএসএফ (RSF) যোদ্ধার মাঝে বসে রয়েছেন আদর্শ। বন্দুক হাতে জঙ্গিরা তাঁকে প্রশ্ন করছে তিনি শাহরুখ খানকে (Shah Rukh Khan) চেনেন কি না? উত্তরে আদর্শ শাহরুখকে ভারতীয় বলে দাবি করলে, আরেক জঙ্গি আদর্শকে নিজেদের নেতার নামে জয়ধ্বনি দিতে বাধ্য করছেন।

তবে শুধু এই ভিডিও নয়, এর আগেও আদর্শ নিজের পরিবারের কাছে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন তিনি আল ফাসিরে রয়েছেন। এই এলাকা আরএসএফ-এর দখলে। পরবর্তীতে আশঙ্কা করা হচ্ছে আদর্শকে দক্ষিণ দারফুরের রাজধানী নায়াসাতে নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকা সম্পূর্ণভাবে আরএসএফ-এর নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

নায়াসা এলাকায় আদর্শ বেহেরাকে নিয়ে চলে যাওয়াতে উদ্বিগ্ন সুদান প্রশাসন। দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে আল ফাসির এলাকাতেই কোনও যোগাযোগ করা সম্ভব নয় সরকারের পক্ষ থেকে। ফলে শুধুমাত্র আরএসএফ আদর্শের উপরে কোনও অত্যাচার না করা হয়। সেই সঙ্গে সম্প্রতি সুদানের সেনাবাহিনী আরএসএফ-এর উপর চাপ বাড়িয়ে তাদের এলাকা দখল করে চলেছে। এই পরিস্থিতিতে প্রতিহিংসা বশত পণবন্দি আদর্শের কী অবস্থা হবে, তা নিয়েও উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক। যদিও ওড়িশায় তার দরিদ্র পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে নিরাপদে আদর্শকে দেশে ফিরিয়ে আনার।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...