বিশ্বকাপ(ICC World cup) জয়ের পরই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। বিশ্বকাপ জয়ের পরই রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন স্মৃতি মান্ধান থেকে রিচা ঘোষ। ফলে তাদের বিজ্ঞাপনের পারিশ্রমিকও এক ধাক্কায় অনেকটাই বাড়ছে।

সূত্রের খবর, বিজ্ঞাপনের জন্য আগে যা পারিশ্রমিক পেতেন হরমনপ্রীত বা জেমাইমারা তার দ্বিগুণ পারিশ্রমিক অফার করা হচ্ছে। বিশ্বকাপ জিতেই কপিল-ধোনিদের সঙ্গে একই আসনে বসেছেন হরমনপ্রীত কৌর। রেকর্ড ভাবেই বেড়েছে ভারত অধিনায়কের ব্র্যান্ড ভ্যালুও। ইতিমধ্যেই নতুন একটি বিজ্ঞাপনের চুক্তি সই করে ফেলেছেন হরমনপ্রীত।

বর্তমানে বিজ্ঞাপনপিছু ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন স্মৃতি মান্ধানা। সেটা অন্তত ৫০ শতাংশ বাড়তে চলেছে। ভারতীয় দলের সহ অধিনায়ক জনপ্রিয়তা আকাশ ছোয়া। বিজ্ঞাপন পিছু ৭৫ লক্ষ থেকে শুরু কর দেড় কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেবেন জেমাইমা , এবার সেটা আরও বাড়ছে। ইতিমধ্যেই ১০ থেকে ১২টি ব্র্যান্ডের সঙ্গে আলোচনা করছেন জেমাইমার ম্যানেজাররা।

একইভাবে বাড়তে পারে ভারতীয় দলের তরুণ তুর্কি শেফালি ভার্মা, রিচা ঘোষ, দীপ্তি শর্মারাও নতুন বিজ্ঞাপন পাবেন আশা করা যাচ্ছে। কারণ তারা দেশের বর্তমানে ক্রীড়া আইকন। রাজ্যের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের জন্য ইতিমধ্যে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে হিমাচল-মধ্যপ্রদেশ।

বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লাকে তিনি জানিয়েছেন, দলের প্রত্যেক সদস্যকে সোনার গয়না উপহার দেবেন। সুরাটের শিল্পপতি এবং রাজ্যসভার সাংসদ গোবিন্দ ঢোলকিয়া ভারতীয় দলকে হিরের গয়না উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

–

–

–

–



