এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রতিবাদ মঞ্চ থেকে তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, “রাজনৈতিক অভিসন্ধি নিয়েই এই ষড়যন্ত্র চলছে। বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি।”

মুখ্যমন্ত্রী উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নাম বাদ পড়ার ঘটনা। মমতা বলেন, “আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে একটু দূরেই দ্বিজেনদার বাড়ি। আমার হাতে একটা লিস্ট এল। দেখলাম, ওনার পরিবারের সকলের নাম বাদ। যদি ওঁদের নাম বাদ দিতে পারে, তাহলে আপনাদের নাম বাদ দিতে কতক্ষণ?”

তিনি আরও জানান, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর পরিবারের সদস্যদেরও নাম নেই। বলেন, “সল্টলেকের বাড়ি লোপাট হয়ে গিয়েছে। শ্যামপুকুরে আমার আদি বাড়ি। সেখানেও পরিবারের নাম নেই। তাহলে নাগরিকত্বের প্রমাণ কীভাবে দেব?”

কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “সরকার ভুল করলে জরিমানা হবে না। কিন্তু সাধারণ নাগরিক যদি কোনও নথি দেখাতে না পারে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে? বাবা-মায়ের সার্টিফিকেট না থাকলে কি সে ভোটার হতে পারবে না? একজন ভারতবাসীকে তার নাগরিকত্ব প্রমাণ করতে বলতে পারেন, কিন্তু তার ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার আপনার নেই।”

তিনি অভিযোগ করেন, এসআইআরকে ঘিরে রাজ্যে ভয় ও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “মানুষের উপর চাপ সৃষ্টি করে তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বাংলার মানুষ তা মানবে না।”

আরও পড়ুন – এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

_

_

_

_
_


