বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। কার্তিক পূর্ণিমা স্নানের জন্য আসা নিহতরা নির্ধারিত প্ল্যাটফর্মের পরিবর্তে ভুল দিকে নেমে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা কালকা-হাওড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হন। ট্রেনের ধাক্কা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকাল ৯.১৫ মিনিটে গোমো প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমে যাত্রীরা ভুল দিক থেকে রেললাইন পার হচ্ছিলেন। তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যাওয়া কালকা মেলের ধাক্কায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। নিহত যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় ট্রেনযাত্রীদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের তরফে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

–

–

–

–

–

–

–

–



