বিশেষ নিবিড় সংশোধন (SIR) মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলায়। ওই দিনই SIR-এর নামে চক্রান্তের প্রতিবাদে রাজপথে নামেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার জানা যায়, তাঁর বাড়িতে গিয়ে ভোটার মমতার হাতে ফর্ম দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত BLO। কিন্তু বৃহস্পতিবার এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের জবাব দেন মমতা। নিজের স্যোশাল মিডিয়া পোস্টে (Social Media Post) জানান, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।“

SIR-এর নামে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে। মঙ্গলবার, জোড়াসাঁকোর প্রতিবাদ মঞ্চ থেকেই এই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এর পরে বুধবার খবর মেলে, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়েছেন ভবানীপুরের ৭৭ নম্বর বুথের বিএলও অমিতকুমার রায়। তিনি নিজেই নাকি তাঁর কাছ থেকে এসআইআর-এর ‘এনুমারেশন ফর্ম’ হাতে নিয়েছেন।

এর খবর যে একেবারেই ভুয়ো ও অপপ্রচার, বৃহস্পতিবার, নিজের স্যোশাল মিডিয়া পোস্টে তা স্পষ্ট করেন মমতা (Mamata Banerjee)। লেখেন,
“গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।
যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।“

–

–

–

–

–

–

–

