Saturday, January 10, 2026

‘ভোট জিহাদ’! মামদানির জয়কে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

Date:

Share post:

দেশে নয়, বিদেশেও ভারতীয়দের ধর্মের ভিত্তিতে বিভাজনের সংস্কৃতি গেরুয়া শিবিরের। সেই কারণে নিউ ইয়র্কের (New York) মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতর জয়কে ধর্মের নিরিখে মাপছেন বিজেপি (BJP) নেতৃত্ব। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জিতে রেকর্ড গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু সম্প্রদায়ের জোহরান মামদানি (Zohran Mamdani)। ন্যূনতম যোগাযোগ না থাকলেও কিন্তু সেই জয় নিয়েও এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা অমিত সতম (Amit Satam)। মুম্বইয়ে (Mumbai) কোনও খান-কে মেয়র হতে দেওয়া হবে না বলে মুম্বই বিজেপির সভাপতি এবং আন্ধেরি পশ্চিমের এই বিধায়ক রীতিমত বিপাকে পড়েছেন। মামদানির জয়কে ‘ভোট জিহাদ’ বলেও কটাক্ষ করেছেন তিনি। বিজেপির সংখ্যালঘু বিদ্বেষের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।

হাতে মাত্র কয়েকদিন, এরপরই মুম্বইয়ের পুরসভা নির্বাচন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Social Handle) অমিত (Amit Satam) লেখেন, “মুম্বইয়ে কোনও খান-কে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে বরদাস্ত করব না। মুম্বইবাসী জেগে উঠুন।“ সরাসরি মামদানির নাম না নিলেও তাঁর ইঙ্গিত যে সেই দিকে তা স্পষ্ট। মামদানির জয়কে ‘ভোট জিহাদ’ বলে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, “নিউ ইয়র্কে যে রাজনীতি হচ্ছে, মুম্বইয়ে সেটা আনার চেষ্টা চলছে।“

বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)-এর নির্বাচনকে ঘিরে ‘স্থানীয় বনাম বহিরাগত’ বিতর্ক শুরু হয়েছে। মামদানির জয়কে খোঁচা দিয়ে অমিত বলেন, “শহরের সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় বদলে দেওয়ার চেষ্টা কোনও ভাবেই মানব না। রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে অনেক দলই তোষণের পথ বেছে নিচ্ছে, মুম্বইকে তাদের থেকে রক্ষা করতে হবে।“ বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা করেন বিরোধীরা।
আরও খবরহরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

২০২২ থেকে বৃহন্মুম্বই পুরসভার নির্বাচন বন্ধ তবে ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে নির্বাচন করাতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার বিজেপির সঙ্গে লড়াইয়ে নামছে শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং কংগ্রেসের মহাবিকাশ আঘাড়ি জোট।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...