বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। সেইসঙ্গে খেলার মাঠে বাংলার প্রতি বঞ্চনাও নিয়েও সরব হলেন ক্রীড়ামন্ত্রী।


এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হবে আগামী দিনে। এই হকি মাঠ তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ দিয়ে । এই স্টেডিয়ামে আছে, অস্ট্রেলিয়ার অনুরূপ আধুনিক আর্দেন গ্যালারি । ডেডিকেটেড ওয়ার্ম-আপ জোন। দু’টি সম্পূর্ণ সজ্জিত ড্রেসিং রুম, একটি ভিভিআইপি বক্স ও দু’টি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ,আম্পায়ার এবং ভিডিয়ো আম্পায়ারদের রুম |


এর পাশাপাশি রয়েছে, ডোপিং নিয়ন্ত্রণ এবং মেডিক্যাল রুম |, মিক্সড জোন।সম্প্রচার এবং ভিডিও বিশ্লেষণের জন্য ডেডিকেটেড রুম। ভেন্যু অপারেশন সেন্টার । প্রেস কর্নার।মোট ২০,০০০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম তৈরি হয়েছে।নতুন মাঠে এসে হকি স্টিক নিয়ে নেমে পড়লেন ক্রীড়া মন্ত্রী।


স্টেডিয়াম পরিদর্শনের পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,” মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের রাজ্যে দুটি হকি মাঠ তৈরি হয়েছে একটি ডুমুরজলায় অন্যটি এই যুবভারতীয় স্টেডিয়ামে। আগামী দিনে একটা হকি একাডেমি তৈরির পরিকল্পনা আছে আমাদের। দেশের মধ্যে অন্যতম সেরা স্টেডিয়াম এটা আমি আশা করছি এখানে আগামী দিনে ভারতের ম্যাচ হবে.”


সেইসঙ্গে খেলার মাঠে বাংলার প্রতি বঞ্চনাও নিয়েও সরব হলেন ক্রীড়ামন্ত্রী।স্টেডিয়াম পরিদর্শনের পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,” রাজনৈতিক কারণে এখন বাংলায় ম্যাচ দেওয়া হয় না। বাংলার প্রতি বঞ্চনা যত হবে ততই বাঙালি উঠে আসবে।”


উল্লেখ্য, শনিবার এই মাঠেই বেটন কাপ শুরু হবে।

–

–

–

–


