Saturday, November 29, 2025

KIFF: সত্যজিতের কথা কই? চলচ্চিত্র উৎসবে নিজের ঢাক পেটালেন ‘শোলে’ পরিচালক!

Date:

Share post:

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st Kolkata International Film Festival) এসে সত্যজিৎ রায়কে (Satyajit Ray) উপেক্ষা করলেন বলিউড পরিচালক রমেশ সিপ্পি (Ramesh Sippy)! শুক্রবার শিশির মঞ্চে (Sisir Mancha) আয়োজিত ‘সত্যজিৎ স্মারক বক্তৃতা’য় রমেশের মুখে একবারের জন্যেও উচ্চারিত হলো না সত্যজিতের নাম, তাঁর কাজ। সঞ্চালক কিংবা দর্শকের প্রশ্নের প্রসঙ্গে হাতে গোনা কয়েকটা কথা বললেও তা ছিল ভীষণভাবে দায়সারা। বরং পুরো আলোচনা চক্রটাই আল্টিমেট ক্লাসিক ফিল্ম অফ বলিউড ‘শোলে’ (Sholay) নিয়ে চলল। প্রায় সাতাশ মিনিটের দীর্ঘ বক্তৃতায় নিজের ছবির ঢাক পেটাতে ব্যস্ত রইলেন রমেশ।

শুধু বাংলা বা বাঙালি নয়, ভারতীয় সিনেমা (Indian Cinema) থেকে শুরু করে বিশ্বের সিনেমার অন্যতম উল্লেখযোগ্য নাম সত্যজিৎ রায়। লাইট-ক্যামেরা- অ্যাকশনের জগতে বাস্তব থেকে সৃজনশীল ভাবনাকে যিনি পর্দায় তুলে আনতে পেরেছিলেন তিনি বাঙালির প্রিয় মানিকবাবু। তাকে ঘিরে রমেশ সিপ্পির মতো বর্ষীয়ান পরিচালকের কথা শোনার আগ্রহে শিশির মঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। যেখানে আলোচনা চক্র, তার অদূরেই বিশপ লেফ্রয় রোড।সত্যজিতের বাসভবন। কিংবদন্তি পরিচালককে নিয়ে বলিউড নির্মাতার কথা শুনতে সব বয়সীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু এ কী, সঞ্চালক গৌতম ঘোষের সামনেই ‘শোলে’র স্মৃতিচারণায় মেতে উঠলেন রমেশ। ৫০ বছর পূর্তি উপলক্ষে মাল্টি স্টারকাস্ট সিনেমা নিয়ে এখনও মানুষের যে প্রবল আগ্রহ সেই প্রসঙ্গও উত্থাপন করলেন। রমেশ জানালেন, “অনেকেই আমাকে প্রশ্ন করেন কেন আর একটা শোলে তিনি বানালেন না? কিন্তু ‘শোলে’র জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারে, এমন কিছু বানানো আর সম্ভব নয়। তার চেয়ে অন্য কিছু তৈরি করার চেষ্টা করি। সেটা বরং ভালো হবে। কারণ ৫০ বছর পরেও একটা ছবি নিয়ে চর্চা হচ্ছে, এমন ইতিহাস লেখা সব সময় সম্ভব নয়।”

আরও পড়ুন: KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

কলকাতা সংস্কৃতি শহর। এ শহর সৃজনশীল প্রতিভাকে সম্মান করতে জানে। বাংলার মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধনী মঞ্চে বরণ করে নিয়েছেন রমেশ সিপ্পিকে। কিন্তু তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF 2025) উৎসবে সত্যজিৎ মেমোরিয়াল বক্তৃতায় যেভাবে ‘মানিক বাবু’কে উপেক্ষা করে নিজের কাজের অভিজ্ঞতা আর স্মৃতিচারণায় ব্যস্ত থাকলেন সেটা বাংলার সিনেপ্রেমীরা খুব একটা ভালো চোখে দেখেন নি। আলোচনা চক্র শেষে দর্শকের একটা বড় অংশের প্রতিক্রিয়ায় তা বেশ স্পষ্ট।

spot_img

Related articles

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...