পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার নবান্নে (Nabanna) সকাল ১১টা থেকে রাজ্যের সব জেলাশাসকদের (district magistrates) নিয়ে ভার্চুয়াল বৈঠকে একাধিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। বৈঠকে মুখ্য সচিব (Chief Secretary) স্পষ্ট জানান, “রাস্তার গুণগত মান নিয়ে কোনও রকম আপোষ করা যাবে না।”

বৈঠকে জল-জীবন-মিশন, বাংলার বাড়ি (Banglar Bari) এবং পথশ্রী (Pathasree) প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, ডিসেম্বর থেকেই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে নবান্ন।

মুখ্য সচিব (Chief Secretary) জানান, প্রত্যেক জেলা প্রশাসনকে নিয়মিতভাবে রাস্তার মান পর্যবেক্ষণ করতে হবে। শুধু জেলা নয়, রাজ্য স্তর থেকেও বিশেষ টিম পাঠানো হবে রাস্তার গুণগত মান যাচাই করতে। পাশাপাশি, প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে সমস্ত টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, মুখ্য সচিবের এই নির্দেশের উদ্দেশ্য একটাই—গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের এই বড় প্রকল্পে যেন কোনও অনিয়ম বা নিম্নমানের কাজ না হয়।


উল্লেখ্য, পথশ্রী কর্মসূচির অধীনে রাজ্যের গ্রামে গ্রামে আরও ৯ হাজার কিলোমিটারের বেশি নতুন রাস্তা তৈরি করা হবে, যা রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।

–

–

–

–

