চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিশু। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। শিশুটির পরিবারের তরফে অভিযোগ পেয়ে তদন্তে নেমে দাদুকে গ্রেফতার করেছে তারকেশ্বর থানার পুলিশ (Tarkeswar Police)।

শিশুকন্যার মা জানিয়েছেন তারকেশ্বর রেল স্টেশনে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন তিনি। শনিবার ভোর থেকে মেয়েকে দেখতে না পেয়ে তাঁরা এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করেন। এরপর ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুকে। তাঁর যৌনাঙ্গে নৃশংস আঘাতের ফলে তা ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে অভিযোগ। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় (Ramendu Singha Roy) বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। আমরা শিশুটি এবং পরিবারের পাশে আছি।” এরপরই তদন্তে নেমে শিশুকন্যার দাদুকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

–

–

–

–

–

–

–

–

