ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের নাম হতে পারেন মহম্মদ শামি(Md Shami)।

একাধিক ক্রিকেটারের দলবদল নিয়ে চর্চা তুঙ্গে।তার মধ্যে অন্যতম শামি।নিজামের শহর থেকে নবাবের শহরে আসতে চলেছেন শামি।ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, শামিকে দলে নিতে চলেছে লখনউ সুপার জায়ান্ট।রিপোর্টে জানানো হয়েছে, কোনও ক্রিকেটারের বদলে নয়, টাকার বিনিময়ে হচ্ছে শামিকে দলে নিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কারা।। দুই দলই শামির দলবদলের বিষয়ে রাজি হয়েছে। তবে শামি আপাতত ব্যস্ত কল্যাণীতে বাংলার হয়ে রঞ্জি খেলতে। যা খবর, তাতে শামির আপত্তি থাকার কারণ নেই।

লখনউ দলে আছেন বাংলার আকাশদীপ।এবার বাংলা দলের সতীর্থকে আইপিএল দলেও পেতে চলেছেন আকাশ।লখনউ দলের বোলিং শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে শামি যোগ দিলে। যদিও গত মরশুমে শামি হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে ৯ উইকেট নেন।

ইতিমধ্যেই রনজি ট্রফির তিনটি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন। তিনটি ম্যাচ মিলিয়ে ৯৩ ওভার বোলিং করে নিজের ফিটনেসের প্রমাণ চেষ্টা করেছেন। তবে ত্রিপুরার বিরুদ্ধে নিজের শেষ খেলা ম্যাচে কোন উইকেট পাননি। তবে নিজের সেরাটা দিয়ে বোলিং করেছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের টিমে হয়তো রাখা হবে শামিকে। কিন্তু সেখানেও ডাকা হয়নি তাঁকে।এই পরিস্থিতিতে মনে করা যখন মনে করা হচ্ছি্ল জাতীয় দলে শামির দরজা বন্ধ ঠিক তখনই আশার আলো দেখা যাচ্ছে।

ভারতীয় দলের ম্যাচ থাকায় কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচক অজিত আগারকর। তিনি শামি খেলা দেখতে কল্যাণীও যেতে পারেন।

–

–

–



