শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati Flyover accident)লেনে ওঠার সময় একটি সেনা বাস হাইট বারে সজোরে ধাক্কা মারে। অভিঘাত এতটাই বেশি ছিল যে এয়ারপোর্টগামী লেনের হাইটবারটি ভেঙে সরাসরি একটি অ্যাপ ক্যাবের বনেটের উপরে পড়ে। অল্পের জন্য প্রাণরক্ষা চালকের। সাতসকালে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police Station) ও ট্রাফিক গার্ডের আধিকারিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বাসটি উড়ালপুলে ওঠার মুখে সজোরে ওই হাইটবারে ধাক্কা মারার ফলে পেছনে আরও গাড়ি থাকায় পরপর গাড়িগুলি ধাক্কা খাওয়ার পরিস্থিতিও তৈরি হয়। হাইটবারের লোহার অংশ পড়ে অ্যাপ ক্যাব যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভাগ্যক্রমে কারোর প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার ফলে সাময়িকভাবে কলকাতাগামী দিকের রাস্তায় যানজট হলেও চেনা গাড়িটি দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ট্রাফিক গার্ডের আধিকারিকরা।

–

–

–

–

–

–

–

–


