রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন—চলতি মাসের মধ্যেই ফর্ম সংগ্রহের কাজ শেষ করতে হবে। বিলি প্রক্রিয়ার ধীরগতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলেই কমিশন–সূত্রের খবর।

এদিনের বৈঠকে প্রশ্ন তোলা হয়, কেন এখনও ফর্ম বিলি একশো শতাংশে পৌঁছাল না। আজ সন্ধ্যা পর্যন্ত ৭ কোটি ৫৫ লক্ষ এমুনারেশন ফর্ম রাজ্যজুড়ে বিলি হয়েছে, যা মোট ভোটারের ৯৮.৫০ শতাংশ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে—আর কোনও গাফিলতি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না। কোথাও কোনও সমস্যা তৈরি হলে তা অবিলম্বে মিটিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।

কমিশন এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিলি হওয়া ফর্ম সংগ্রহ করতে হবে। কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হলে বা কোনও রকম চাপ সৃষ্টি করা হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএলও–দের নিরাপত্তা নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। এদিন ঐক্যমঞ্চ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিলে তিনি অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। ডিইওদের বলা হয়েছে, মাঠ পর্যায়ের কর্মীরা যাতে কোনও সমস্যায় না পড়েন এবং নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ফর্ম বিলি–সংগ্রহ প্রক্রিয়াকে ঘিরে কমিশনের এই কঠোর অবস্থানেই পরিষ্কার—রাজ্যজুড়ে এসআইআর বাস্তবায়ন নিয়ে কোনও শৈথিল্য বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন- পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

_

_

_

_

_
_


