Monday, November 17, 2025

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

Date:

Share post:

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর গম্ভীর(Gautam Gambhir) নাকি বেশ ‘বকাঝকা’ করেন। এটাও শোনা গেল, তিনি নাকি বলে দেন এটা টেস্ট ক্রিকেটের ব্যাটিং নয়। টেস্ট ক্রিকেটে ব্যাট করতে গেলে অনেক বেশি ধৈর্য্যের প্রয়োজন হয়। অনেক বেশি মানসিক কাঠিন্যের দরকার হয়। ইডেনে রবিবার যা তাঁর টিম দেখাতে পারেনি। সব মিলিয়ে ভারতীয় দলকে  গভীর হতাশায় ডুবিয়ে দিয়েছে ইডেন টেস্টের হার।

কিন্তু টিমের ক্রিকেটারদের বকাঝকা করে কি হবে, ঘরের মাঠে শেষ ছয় টেস্টে চারটিতেই হার। এমন ব্যর্থতার পর গুরু গম্ভীরকে(Gautam Gambhir) তো কাঠগড়ায় উঠতেই হবে। কারণ মাঠ এবং মাঠের বাইরে তিনিই ভারতীয় দলের অঘোষিত নেতা। দল গঠন থেকে রণকৌশল স্থির করা সব সিদ্ধান্ত  তিনিই নেন।

সাদা বলে গম্ভীরের কোচিংয়ের সাফল্যের গ্রাফ যতটাই ভালো লাল বলে ততটাই খারাপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ, অস্ট্রেলিয়ায় গিয়ে লজ্জাজনক ফলাফল। ইংল্যান্ডে গিয়ে মানরক্ষা হলেও ঘরের মাঠে আর্ডারি পিচ বানিয়ে ফের ভরাডুবি।

বিরাট, রোহিত, অশ্বিনের মতো সিনিয়ররা দলের সঙ্গে খাপ খাচ্ছেন না বলে দ্রুত তাদের অবসরে পাঠানোর বন্দোবস্ত করলেন। তিন নম্বরে নামাচ্ছেন ওয়াশিংটন সুন্দরকে। টেস্টে তিন নম্বর জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে একজন বিশেষজ্ঞ ব্যাটারকে না নামিয়ে খেলাচ্ছেন সুন্দরকে।

অতিরিক্ত অল রাউন্ডার খেলাতে গিয়ে ব্যাটার কম খেলালেন। কিন্তু  অফ স্পিনার সুন্দর বল করলেন মাত্র ১ ওভার। গম্ভীরের অহেতুক পিচ নিয়ে আবদার এবং পরীক্ষা নীরিক্ষায় টেস্টে ডুবছে ভারত। লাল বলে গুরু গম্ভীরকে নিয়ে কিন্তু ভাবার সময় এসে গেছে ভারতীয় বোর্ড কর্তাদের।

 

spot_img

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...