অমানবিক! করুন পরিস্থিতি সরকারি হাসপাতালের। পঞ্জাবের(Punjab) ফাগওয়াড়াতে পুরসভার(Phagwara Civil Hospital) আবর্জনা ফেলার গাড়িতে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বেওয়ারিশ লাশ। ফাগওয়াড়ার সরকারি হাসপাতাল(Phagwara Civil Hospital) থেকে এক পুরসভার কর্মীর ময়লা ফেলার গাড়িতে (municipal garbage collection vehicle) করে বেওয়ারিশ লাশ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। সমাজমাধ্যমে আপাতত ভাইরাল সেই ভিডিয়ো।

আশ্চর্যের বিষয় পুরসভার ওই কর্মীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানিয়ে দিলেন এটাই রোজকার নিয়ম। হাসপাতাল সূত্রে খবর, মৃতদেহটি ফাগওয়াড়ার রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুরসভার ওই কর্মী ময়লা ফেলার গাড়িতে সাদা কাপড়ে মোড়া একটি মৃতদেহ নিয়ে ফাগওয়াড়ার সরকারি হাসপাতাল (Phagwara Civil Hospital) থেকে বেরোচ্ছেন।

জানা গিয়েছে, হাসপাতালে ওই দেহের কোনও দাবিদার ছিল না তাই হাসপাতাল থেকে শেষকৃত্যের জন্য পাঠানো হচ্ছে। বেওয়ারিশ লাশের ক্ষেত্রে ঠিক এই নিয়মেই আবর্জনার গাড়িতে করে লাশ পাঠানো হয় সেই কথাও জানিয়ে দেওয়া হল।

স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর চলছে ‘ড্যামেজ কন্ট্রোল’ এর চেষ্টা। ফাগওয়াড়ার সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট জশনজিৎ সিং এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন হাসপাতালের নিজস্ব অ্যাম্বুল্যান্স ছিল কিন্তু তবুও সেটা ব্যবহার না করে কেন ময়লা ফেলার গাড়ি ব্যবহার করা হয়েছে, এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করা হয়েছে।

ফাগওয়াড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র রামপাল উপ্পল জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে খতিয়ে দেখবেন। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এতদিন কেন এইভাবেই চলতো? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

–

–

–

–

–


