Saturday, November 22, 2025

হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না: মনিপুরে দাবি ভাগবতের

Date:

Share post:

”হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না”- ফের বিতর্কিত মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। জাতি সংঘর্ষের ক্ষতবিক্ষত মনিপুরে (Monipur) পা দিয়ে এই মন্তব্য করেন তিনি। এদিন তিনি বলেন, “আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে, যার বলে আমরা এখনও টিকে আছি।”

২০২৩-এর মে মাস থেকে মনিপুরে মেতেই-কুকি সংঘর্ষে ২৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। কিন্তু অবিজেপি রাজ্যে টিম পাঠানো বিজেপি (BJP) নেতৃত্ব সেখানে বিশেষ জাননি। অশান্তির বহুদিন পরে গিয়েছিলেন অমিত শাহ। আর দীর্ঘ সমালোচনার পরে কিছুদিন আগে মনিপুরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  শান্তির আহ্বান জানান তিনি। এবার মনিপুরে গিয়েছেন RSS প্রধান। ২০ নভেম্বর থেকে তিনদিনের কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের। রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি শিল্পপতি এবং বিভিন্ন উপজাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গেও দেখা করছেন। মনিপুরের বিভিন্ন গোষ্ঠীর অভিযোগ, দুবছরব্যাপী জাতি-সংঘর্ষের পিছনে মদত রয়েছে আরএসএস-এর। মূলত মেতেইরা এই অভিযোগ তোলে।

সেখানে গিয়ে একটি  জমায়েতে বক্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান বলেন, ”পৃথিবীর প্রতিটি জাতিই নানা ধরনের পরিস্থিতি দেখেছে। মিশর, গ্রিস, রোমের মতো অনেক সভ্যতা পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে, যার জোরে আমরা এখনও টিকে আছি। ভারত এক অমর সভ্যতার নাম। আমরা আমাদের সমাজে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছি যার মাধ্যমে হিন্দুরা সর্বদাই এখানে থাকবে।” এর পরেই ভাগবত বলেন, ”হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না।”
আরও খবরচক্রব্যূহে ফাঁসলে বেরোনো খুব কঠিন: নীরবতা ভেঙে কাকে নিশানা ধনকড়ের!

‘মহাভারত’-এর উল্লেখ করে ভাগবত বলেন, “ভারতবর্ষ বরাবরই ছিল। মহাভারত, রামায়ন, কালীদাসের মহান সাহিত্যে ভারতবর্ষের উল্লেখ রয়েছে। মনিপুর থেকে আফগানিস্তান পর্যন্ত ভারতবর্ষ ধরা হতো। রাজা বদলেছে, রাজত্ব বদলেছে, মানুষ বদলেছে। একসময় অনেক রাজা ছিলেন, আবার কখনও একজন মহান শাসক ছিলেন, আমরা স্বাধীন ছিলাম একসময়, আবার একসময় হামলার শিকার হই। কিন্তু ভারত মাথা তুলে দাঁড়িয়ে থেকেছে, ঐক্যবদ্ধ দেশ হিসেবে থেকেছে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতির রূপরেখা বদলে যায়। রাজনৈতিক বাধ্যবাধকতা জেরে নেতারা ভিন্নমত প্রকাশ করতে শুরু করেন। কিন্তু তাঁদের সকলের মূল ধারণা একই ছিল যে, ভারত আমাদের।” আরএসএস প্রধানের এই সফর মনিপুরের রাজনৈতিক ও অশান্ত পরিস্থিতিতে কী ছাপ ফেলে সেদিকেই নজর বিশেষজ্ঞ মহলের।

spot_img

Related articles

হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ধূলিসাৎ ব্রিটিশদের বাজবল, ইডেনকেও ছাপিয়ে গেল পারথ

কয়েকদিন আগেই ইডেনে আড়াই দিনে টেস্ট ম্যাচের ফয়সালা হওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ডনের দেশে টেস্ট শেষ...

বিশেষ দলকে সুবিধা দিতে নাম বাদের ষড়যন্ত্র! মৃত্যুর দায় এড়াতে পারে না কমিশন: নালিশ তৃণমূলের

SIR প্রক্রিয়ার চাপে মানুষের মৃত্যুর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দৃষ্টি আকর্ষণ করল  তৃণমূল (TMC)। শনিবার, রাজ্যের...

আর কত প্রাণ যাবে? আরও এক মহিলা BLO-র আত্মহত্যায় নির্বাচন কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের জেরে রাজ্যে আবারও আত্মঘাতী মহিলা বিএলও(BLO)। তাঁর আত্মহত্যার ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata...

দাবি আদায়ে অপহরণ ২০০ স্কুলপড়ুয়াকে! নাইজেরিয়ায় এক সপ্তাহে দুবার হামলা

প্রশাসনের বিরুদ্ধে নিজেদের দাবি আদায় অপহরণের পথ বেছে নিয়েছে নাইজেরিয়ার জেহাদি গোষ্ঠীগুলি। উত্তর নাইজেরিয়ায় (Nigeria) বারবার অপহরণের (abduction)...