Friday, January 9, 2026

কোথায় শুভেন্দুর ‘জয়শ্রীরাম’ স্লোগান: মুর্শিদাবাদে স্লোগান বদলের মুখোশ খুলল তৃণমূল

Date:

Share post:

রাতারাতি স্লোগানই বদলে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! জেলা বদল, স্লোগান বদল। রাজনৈতিক স্লোগান (slogan) এভাবে বদলে ফেলতে সাম্প্রতিক কেন, কোনও রাজনীতিতেই দেখা গিয়েছে কি না সন্দেহ। আর সেটাই করলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এটা যে কার্যত রাজনৈতিক দলের ভেদাভেদমূলক নীতিকেই তুলে ধরে, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস।

নির্বাচনের নাম গন্ধও নেই। তবু নির্বাচনের জিগির তুলে রাজ্যবাসীর মধ্যে নিজেদের অস্তিত্ব মনে করিয়ে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেসব এলাকায় বিজেপির অস্তিত্বই নেই, সেখানেই প্রথম টার্গেট করে সভা করছেন শুভেন্দু। শনিবার তিনি সভা করেন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞাঁয়। সেখানেই বদল বিজেপির স্লোগানে। কলকাতায় দাঁড়িয়ে যে শুভেন্দু বারবার ‘জয়শ্রীরাম’ বলে নিজেকে রামভক্ত প্রমাণ করার চেষ্টা করেন সেই স্লোগানই উধাও বড়ঞাঁয়।

রবিবার ফের নিজের এলাকা কাঁথিতে সভা করেন শুভেন্দু। সেখানেই আবার মুর্শিদাবাদে ‘জয়শ্রীরাম’ না বলার প্রসঙ্গও তুলে ধরেন গর্বের সঙ্গে। মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বড়ঞাঁর (Burwan) ডাকবাংলোতে সভা করেছি। আহ্বান জানিয়েছি সেখানকার রাষ্ট্রবাদী মুসলিমদের। আমি জয়শ্রীরাম বলি। আপনাকে জয়শ্রীরাম বলতে হবে না। আপনি ভারত মাতা কি জয় বলুন। বন্দেমাতরম বলুন।

আরও পড়ুন : SIR ইস্যুতে তৃণমূলের জোরদার কর্মসূচি! সোমে বৈঠকে অভিষেক, মঙ্গলে মিছিলে নেত্রী 

আর স্থান পরিবর্তনে এভাবে স্লোগান পরিবর্তনে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, বিজেপির ইদানিং ‘জয়শ্রীরাম’ স্লোগান দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলের স্লোগান (slogan) যা তা সব জায়গায় বলা যাবে। আমরা তো বলি জয় হিন্দ, বন্দেমাতরম, জয় বাংলা। এটা আমরা সব জায়গায় বলতে পারি। রাজ্যের সব প্রান্তের সব বুথে বলা যাবে, রাজনৈতিক দলের স্লোগান এমন হবে। যদি কোথাও কোনও স্লোগানকে এড়িয়ে যেতে হয়, তাহলে বুঝতে হবে এই স্লোগানটি রাজনৈতিক ভেদাভেদমূলক, উদ্দেশ্যপ্রণোদিত প্রয়োগের।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...