বাড়ি ছেড়ে যাওয়া ভাইয়ের খোঁজ মিলল এসআইআর প্রক্রিয়া চলাকালীন। ইনিউমারেশন ফর্ম ফিলাপ করার জন্য শেষ পর্যন্ত জুড়ল পুরুলিয়ার (Purulia) গোরবান্দা গ্রামের চক্রবর্তী পরিবার। মিটে গেল ৩৭ বছরের দূরত্ব।

১৯৮৮ সালে পরিবারের সঙ্গে সমস্যায় বাড়ি ছেড়েছিলেন গোরবন্দার বিবেক চক্রবর্তী। সেই থেকে পরিবারের লোক তাঁর খোঁজ করেও তাঁকে খুঁজে পাননি। এই পরিবারেরই প্রদীপ চক্রবর্তী স্থানীয় বিএলও (BLO) নিযুক্ত হয়েছেন। সম্প্রতি তাঁর কাছে একটি ফোন আসে কলকাতা থেকে। ওই এলাকার বাসিন্দা দাবি করে ইনিউমারেশন ফর্ম (Enumeration form) ফিলাপের জন্য কিছু তথ্য চাওয়া হয় প্রদীপ চক্রবর্তীর কাছে। আর তাতেই সন্দেহ হয় প্রদীপের।

আরও পড়ুন : বাবা-মায়ের নাম নেই তালিকায়! SIR আতঙ্কে মৃত্যু আদিবাসী যুবকের

এরপরই ফোন করা যুবককে তিনি কিছু পারিবারিক প্রশ্ন করেন। আর তাতেই জানতে পারেন ওই যুবক তাঁরই ভাই বিবেক চক্রবর্তীর ছেলে। পরিবারের সঙ্গে না থাকলেও ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপের জন্য বাবা-মায়ের ভোটার তালিকার তথ্য তাঁদের প্রয়োজন ছিল। সেই সূত্রেই বিএলও-র (BLO) নম্বর যোগাড় করে যোগাযোগ করতেই খোঁজ মিলে যায় পরিবারেরই সদস্যের। এরপর ফোনে কথা হয় প্রদীপ এবং বিবেকের। ৩৭ বছর পরে পরিবারের সঙ্গে কথা বলে খুশি বিবেক চক্রবর্তীও।

–

–

–

–

–

–

