এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও হয়ে উঠছে কঠিন—এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সূচি আগে থেকেই নির্ধারিত থাকলেও, বেশ কিছু স্কুল নিজেদের মতো করে পরীক্ষা নিচ্ছে বলে পর্ষদের নজরে আসে। এরপরই প্রধান শিক্ষকদের উদ্দেশে কঠোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পর্ষদ স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়সূচি না মেনে পরীক্ষা নেওয়া মানে পর্ষদের আইন অমান্য করা। আর সেই আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার তারিখ এগিয়ে আনা হলে সিলেবাস শেষ করা সম্ভব হবে না—এমনটাই পর্ষদের পর্যবেক্ষণ। নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে বড় কোনও ছুটি না থাকায় ওই সময় দ্রুত সিলেবাস শেষ করার সুযোগ থাকে। কিন্তু ক্লাস বন্ধ রেখে আগেভাগে পরীক্ষা নিলে পড়াশোনার ক্ষতি হবে বলেই সতর্ক করেছে পর্ষদ।

পর্ষদের নির্দেশ, কোনও প্রধান শিক্ষক একতরফা সিদ্ধান্ত নেবেন না। আলোচনার মাধ্যমে, পর্ষদের নিয়ম মেনে পরীক্ষার সূচি ঠিক করতে হবে। যে স্কুলগুলি নির্দেশ অমান্য করবে, তাদের প্রধান শিক্ষকদের শো-কজ নোটিশ পাঠানো হতে পারে। এমনকি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে ডেকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে সাসপেন্ড করার ক্ষমতাও পর্ষদ রেখেছে।

আরও পড়ুন – পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

_

_

_

_

_

_

