Thursday, January 29, 2026

দেশ চষবেন তৃণমূল সভানেত্রী: বিধানসভা ভোটের আগেই ২০২৯-এর পরিকল্পনা শোনালেন মমতা

Date:

Share post:

রাজ্যের বিধানসভা নির্বাচনের কোনও প্রস্তুতি শুরু হয়নি, তার আগেই ভোটের দামামা বাজানোর চেষ্টা করে চলেছে রাজ্য বিজেপি। চারিদিকে জনসমর্থন কুড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিরোধী দলনেতা। আর সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রস্তুতি শুরু করে দিয়েছেন ২০২৯ লোকসভা নির্বাচনের (Loksabha Election)। ইতিমধ্যেই বিহার নির্বাচনের ফলাফলের পরে ইন্ডিয়া-র (I.N.D.I.A.) নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর জন্য সরব হয়েছে একাধিক জোট শরিক দল। তারই মধ্যে বনগাঁর জনসভা থেকে দেশ চষে বেড়ানোর পরিকল্পনা শোনালেন তৃণমূল নেত্রী।

বিধানসভা নির্বাচনে (Assembly Election) অন্য যে কোনও রাজ্যের থেকে বাংলাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআর-এর খেলা চলছে বাংলায়। এই পরিস্থিতিতে কেন বিজেপি বাংলা দখল করতে মরিয়া তার ব্যাখ্যা বনগাঁ থেকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কারচুপিকে লক্ষ্য করে তাঁর ব্যাখ্যা, আমরা আপনাদের গেম দেখে অভ্যস্থ। আমরা ধরে নিই এটু জেড। তাই বাংলা আপনাদের টার্গেট। আজ বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না। বাংলার মানুষকে জব্দ করতে হবে। বাংলাকে নিয়ে গিয়ে গুজরাটে (Gujarat) ফেলে দিতে হবে।

কিন্তু বিজেপি তাঁদের লক্ষ্যে কখনও সফল হবে না, দাবি করে মুখ্যমন্ত্রীর দাবি, আগামী নির্বাচনে গুজরাট হারাবে। বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে। দেশ তো হারাবেই।

এরপরই তিনি ২০২৯-এর পরিকল্পনা বনগাঁ (Bangaon) থেকেই ঘোষণা করে রাখলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ (India) হিলিয়ে দেব। নির্বাচনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি কর্ম করে যাও ফল ভেবো না। আমি শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে।

আরও পড়ুন : ভয় নেই, আমরা থাকতে কেউ তাড়াতে পারবে না: বনগাঁয় আশ্বাস তৃণমূল সুপ্রিমোর, ‘মতুয়া কার্ড’ নিয়ে সতর্কবার্তা

কার্যত স্পষ্ট, একের পর এক রাজ্যগুলির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বের ব্যর্থতা মেনে নিচ্ছে না জোট শরিকদলগুলি, তা নিয়ে এবার বিচার শুরু করেছে তৃণমূল। ২০২৯-এর নির্বাচনের আগে যে কংগ্রেসের বদলে তৃণমূলকে এবং তার সামনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখেই রণনীতি তৈরি করবে ইন্ডিয়া, তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই যাত্রা ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের মধ্যে দিয়েই তৈরি হবে বলে প্রত্যয়ী তৃণমূল কংগ্রেস।

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...