Wednesday, November 26, 2025

উত্তরপ্রদেশের লখিমপুরে দুর্ঘটনা, নদীতে গাড়ি পড়ে মৃত ৫

Date:

Share post:

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় নদীতে গাড়ি পড়ে পাঁচ জনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার রাত সাড়ে ১২ নাগাদ পাধুয়া থানা এলাকার গিরজাপুরি বাঁধের রাস্তায় ওঠার সময় হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। পুলিশের তরফে খবর, গাড়িতে ছয়জন আরোহী ছিলেন। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দ্রুতগামী একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকেরওয়া-গিরজাপুরী হাইওয়েতে শারদা খালে পড়ে যায়। গাড়িতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান, এবং চালক গুরুতর আহত হন। নিহত এবং আহতরা একটি বিয়েতে নিমন্ত্রিত ছিলেন আর জানা গিয়েছে তারা এদিন রাতে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ খালে ডুবে যায়। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত পাধুয়া থানায় খবর দেয়। গ্রামবাসীদের সহায়তায় পুলিশ ক্রেন ব্যবহার করে গাড়িটি খাল থেকে বের করে আনে। গাড়ির ভেতর থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং চালককে কোনওভাবে জীবিত অবস্থায় বের করে আনা হয়েছে। আহত চালককে রামিয়া বেহাদের কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা আশঙ্কাজনক। গাড়ির প্রচন্ড গতি এবং শীতের রাতের অন্ধকারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হলেও নেপথ্যে অন্য কারণ আছে কিনা দেখা হচ্ছে। রাতে হাইওয়েতে কুয়াশাও ছিল, যার ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে মনে করা হচ্ছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু জেলায় ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনায় বাসিন্দারা রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেছে। গ্রামবাসীরা হাইওয়েতে স্ট্রিটলাইট, স্পিড ব্রেকার এবং সতর্কতামূলক সাইনবোর্ড লাগানোর দাবি বহুদিন ধরেই করে আসছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থাই করা হয় নি।

 

spot_img

Related articles

ঘরের মাঠে ফের চুনকামের লজ্জা, গম্ভীরের ভারতের থেকে প্রাপ্তি শুধুই হতাশা

চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছিল চতুর্থ দিনের বেলাশেষেই। পঞ্চম দিনে নাটকীয় কোনও পট পরিবর্তন হল না। সাড়ে তিন ঘণ্টায়...

সংবিধান মানব, বিজেপির গাইডলাইন নয়: সংবিধান হাতে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে গর্জে উঠলেন মমতা

সংবিধান মেনে চলব। বিজেপির গাইডলাইনে নয়, পরিষ্কার করে বলে গেলাম। বুধবার, সংবিধান দিবসে (Constitution Day) বাবা সাহেব আম্বেদকরের...

‘প্লে-বয়’ পলাশ! স্মৃতির স্টাইলেই প্রাক্তন প্রেমিকাকে প্রপোজের ছবি ভাইরাল বলিউড সুরকারের

পলাশ মুচ্ছল (Palash Muchhal) কি শুধু গার্লফ্রেন্ডদের 'চিট' করতেই সিদ্ধহস্ত নাকি আরও কিছু করেন তিনি, এ প্রশ্নই এখন...

গায়ের উপর বাস্কেটবল পোল ভেঙে কোর্টেই মৃত্যু খেলোয়াড়ের

ফের একবার প্রশ্নের মুখে খেলোয়াড়দের জীবন! খেলতে গিয়ে পেশাদার খেলোয়াড়রা অনেকেই মৃত্যুর মুখে পড়েছেন। এবার হরিয়ানায় ১৬ বছরের...