উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় নদীতে গাড়ি পড়ে পাঁচ জনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার রাত সাড়ে ১২ নাগাদ পাধুয়া থানা এলাকার গিরজাপুরি বাঁধের রাস্তায় ওঠার সময় হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। পুলিশের তরফে খবর, গাড়িতে ছয়জন আরোহী ছিলেন। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দ্রুতগামী একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকেরওয়া-গিরজাপুরী হাইওয়েতে শারদা খালে পড়ে যায়। গাড়িতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান, এবং চালক গুরুতর আহত হন। নিহত এবং আহতরা একটি বিয়েতে নিমন্ত্রিত ছিলেন আর জানা গিয়েছে তারা এদিন রাতে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ খালে ডুবে যায়। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত পাধুয়া থানায় খবর দেয়। গ্রামবাসীদের সহায়তায় পুলিশ ক্রেন ব্যবহার করে গাড়িটি খাল থেকে বের করে আনে। গাড়ির ভেতর থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং চালককে কোনওভাবে জীবিত অবস্থায় বের করে আনা হয়েছে। আহত চালককে রামিয়া বেহাদের কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা আশঙ্কাজনক। গাড়ির প্রচন্ড গতি এবং শীতের রাতের অন্ধকারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হলেও নেপথ্যে অন্য কারণ আছে কিনা দেখা হচ্ছে। রাতে হাইওয়েতে কুয়াশাও ছিল, যার ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে মনে করা হচ্ছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু জেলায় ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনায় বাসিন্দারা রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেছে। গ্রামবাসীরা হাইওয়েতে স্ট্রিটলাইট, স্পিড ব্রেকার এবং সতর্কতামূলক সাইনবোর্ড লাগানোর দাবি বহুদিন ধরেই করে আসছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থাই করা হয় নি।

–

–

–

–

–

–

–

–


