ফের জেলের মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও পিটিআই (PTI) নেতা ইমরান খানের (Imran Khan) মৃত্যুর গুজব। বুধবার, বিকেল থেকে বিভিন্ন স্যোশাল ফের খবর রটেছে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে নাকি ইমরানকে পিটিয়ে খুন করা হয়েছে। তবে, এখনও পর্যন্ত সংবাদ সংস্থা বা ইমরানের দল অথবা পাক প্রশাসনের তরফে এই খবরকে মান্যতা দেয়নি।

এদিন এক্স হ্যান্ডলে ‘আফগান টাইমস’ প্রথম প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর রটায়। পরে বিভিন্ন মহলে এই গুজব ছড়ায়। জানা যায়, ইমরানের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কিন্তু হঠাৎ এই খবর রটল কেন? গত সপ্তাহে সাপ্তাহিক সাক্ষাতের সময় ইমরান খানের সঙ্গে দেখা করতে আসা বোনেদের ঢুকতে দেওয়া এরপরই পিটিআই নেতার তিন বোন আলেমা, উজমা এবং নওরিন খান জেলের বাইরে ১০ ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায়। আর এরপর থেকেই গুঞ্জন বাড়ে।

এদিন কারাগারের বাইরে পিটিআই সমর্থকরা বিক্ষোভ দেখালেও তাঁদের সঙ্গে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে দেখা করতে দেওয়া হয়নি। তারপর থেকেই খুনের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তিন সপ্তাহ দাদাকে দেখেননি বলে জানান ইমরান খানের (Imran Khan) দাদারা। পিটিআই-র অভিযোগ ইমরানের তিন বোন- আলিমা খান, ড. উজমা খান ও নওরিন কারাগারের বাইরে ‘শান্তিপূর্ণভাবে’ অবস্থান করছিলেন। সেইসময় পুলিশ তাঁদের মারধর করে এবং চুলের মুঠিধরে টানে বলে অভিযোগ।
আরও খবর: টি-শার্টের RSS উপর বিকর্কিত ছবি! ফের বিতর্কে কুণাল কামরা

রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ গত দুবছর ধরে জেল বন্দি ইমরান। বোন এবং তাঁর পরিবারের দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীকে অমানবিক পরিস্থিতিতে নির্জন কারাগারে রাখা হচ্ছে। এর আগে এবছর মে মাসেই সামাজিক মাধ্যমে খবর ছড়ায় আদিয়ালা জেলে বিচারাধীন অবস্থায় মৃত্যু হয়েছে পিটিআই নেতার। তবে পাক প্রশাসন ও সংবাদমাধ্যম একযোগে এই খবরকে ভুয়ো বলে নস্যাৎ করে। এবারও এই খবরের কোনও সত্যতা নিশ্চিত করেনি কোনও পক্ষই।

–

–

–

–

–

–


