বৃহস্পতিবার দিল্লিতে হল মহিলাদের প্রিমিয়ার লিগের(WPL) নিলাম। একাধিক তারকা ক্রিকেটারের দিকে নজর ছিল। কারা দল পেলেন? কারা অবিক্রিত থাকলেন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

মোট ১৯৪ জন ভারতীয় ক্রিকেটার নিলামে ছিলেন। তাঁদের মধ্যে ৫২ জন ক্যাপড, অর্থাৎ দেশের হয়ে খেলেছেন। তবে জায়গা ছিল মাত্র ৫০টি। অন্যদিকে, ৮৩ জন বিদেশি প্লেয়ারের জন্য জায়গা ছিল ২৩টি। যাঁদের মধ্যে ৬৬ জন ক্যাপড। প্লেয়ারদের পাঁচটি বেস প্রাইজে ভাগ করা হয়। এর মধ্যে ৫০ লক্ষের বেস প্রাইজে ছিলেন ১৯ জন। ৪০ লক্ষের বেস প্রাইজে ছিলেন ১১ জন। ৩০ লক্ষের ন্যূনতম মূল্যের তালিকায় ৮৮ জন। এছাড়াও ২০ লক্ষ ও ১০ লক্ষ টাকার বেস প্রাইজও ছিল।

নিলামে উল্লেখযোগ্যদের মধ্যে দল পেলেন দীপ্তি শর্মা- ইউপি (৩.২ কোটি), অ্যামেলিয়া খের- মুম্বই(১ কোটি),ম্যাগ ল্যানিং- ইউপি(১.৯ কোটি),ভারতী ফুলমালি- গুজরাট (৭০ লক্ষ), শ্রী চরনী- দিল্লি(১.৩০ কোটি), লরা উলভার্ট -দিল্লি(১.১০ কোটি), সোফিয়া একলেসস্টন-দিল্লি(৮৫ লক্ষ), রেণুকা সিং- গুজরাট(৬০ লক্ষ), স্নেহ রানা- দিল্লি(৫০ লক্ষ)। বাংলার রিচা ঘোষকে আগেই ধরে রেখেছিল আরসিবি। নিলামে দল পেলেন তিতাস সাধু। তাকে ৩০ লক্ষ টাকায় কিনেছে গুজরাট। সাইকা ইশাককে দলে নিয়েছে মুম্বই।

খানিকটা অপ্রত্যাশিতভাবেই অবিক্রীত থেকে গিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। দল পাননি বিশ্বজয়ী উমা ছেত্রী, অমনদীপ কৌররা আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন তারকাকেও কেনেনি ফ্র্যাঞ্চাইজিগুলি।

আইপিএলের চেয়ারম্যান জয়েশ জর্জ ঘোষণা করেন, ২০২৬ সালের ৯ জানুয়ারি থেকে শুরু হবে মহিলাদের প্রিমিয়ার লিগ(WPL) । ফাইনাল ৫ ফেব্রুয়ারি। এ বার নবি মুম্বই ও বরোদার মাঠে হবে খেলা। অর্থাৎ, এই দুই শহরেই হবে মেয়েদের আইপিএল।

–

–

–

–


