রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, কমিশনের খালি থাকা ভাইস–চেয়ারম্যানের একটি পদে তাঁকে নিয়োগ করছে রাজ্য সরকার।

কমিশনে মোট দুটি ভাইস–চেয়ারম্যানের পদ রয়েছে। দীর্ঘদিন একটি পদ শূন্য থাকায় কমিশনের কাজকর্মে প্রশাসনিক ঘাটতি তৈরি হচ্ছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। সেই শূন্য পদেই এবার বসতে চলেছেন জন বার্লা।

বর্তমানে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান। তাঁর সঙ্গে জন বার্লার এই নতুন ভূমিকায় কমিশনের কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

_

_

_

_

_

_
_

