প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভূমিধসের জেরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬! ৬০০ বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বলে খবর মিলেছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ।

বৃহস্পতিবার বিকেলের পর থেকেই প্রতিবেশী রাষ্ট্রে বৃষ্টির দাপট বাড়তে থাকে। জানা যাচ্ছে, বাদুল্লা ও নুয়ারা ইলিয়া অঞ্চলে ধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ওই অঞ্চলে নিখোঁজ আরও ২১, আহত কুড়িজন। বৃষ্টিতে বন্ধ ট্রেন চলাচল অবরুদ্ধ পথঘাট। পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতর এবং নৌ বাহিনী একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে।উত্তর–পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবের পাশাপাশি সমুদ্রের পূর্ব দিকে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণেই এত বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া অফিস।

–

–

–

–

–

–

–

–

