রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার ধাপ হবে এই বৈঠক। সেই সূ্ত্রে রাজ্যের বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয় সচিবালয়ের তরফ থেকে। যদিও সংবাদ মাধ্যমে সেই চিঠির উত্তরে নবান্নে (Nabanna) বৈঠকে যোগ দেবেন না বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

কেন্দ্রের সংসদীয় মন্ত্রীর পরামর্শে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) অনুমতিক্রমে রাজ্যপালের (Governor) দ্বারা নিযুক্ত হবেন রাজ্যের লোকায়ুক্ত। সেই প্রক্রিয়ার জন্য সোমবার নবান্নে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভাপতিত্বে। বিকাল ৪টেয় সেই বৈঠকে লোকায়ুক্তের (Lukayukta) নিয়োগে বিরোধী দলনেতার (LoP) উপস্থিতিও কাম্য। যদিও অজ্ঞাত কারণে সেই বৈঠকে যোগ দেবেন না বলে দাবি করেন শুভেন্দু। সোমবার মুখ্যসচিবকে চিঠি দিয়ে যোগ না দেওয়ার কারণ জানাবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

অন্যদিকে একই দিনে নবান্নে রাজ্যের মানবাধিকার কমিটির চেয়ারপার্সন ও একজন সদস্যের নির্বাচন সংক্রান্ত বৈঠকও হবে। ৪.১৫ মিনিটে সেই বৈঠকে সভাপতিত্ব করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেও বিরোধী দলনেতার উপস্থিতি কাম্য। সেই উদ্দেশ্যে তাঁকে আমন্ত্রণ জানানো হলে সেখানেও যোগ দেবেন না বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।

–

–

–

–

–

–

