Saturday, January 31, 2026

‘রাষ্ট্রবাদ’ শব্দে মানুষ ভয় পায়: ভারতের একতা নিয়ে গান্ধীজি ভুল, দাবি মোহন ভাগবতের

Date:

Share post:

এবার সরাসরি গান্ধীজির তত্ত্বকে আক্রমণ আরএসএস প্রধান মোহন ভাগবতের। ভারতের একতার শক্তি নিয়ে ব্রিটিশ বিরোধিতাকে যেভাবে অনুঘটক বলে দাবি করেছিলেন জাতির জনক, সেই ধারণা ভুল বলে দাবি মোহন ভাগবতের। সেই সঙ্গে দাবি করেন, রাষ্ট্রবাদ (Nationalism) কথাটিই ভারতের জন্য প্রযোজ্য নয়। যে শব্দ পশ্চিমের দেশের মানুষ ভয় পায়, তেমন শব্দ ভারতের উপর চাপিয়ে দিচ্ছে পশ্চিমের দেশগুলিই, স্পষ্ট দাবি আরএসএস (RSS) প্রধানের। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যে রাষ্ট্রবাদ শব্দকে তুলে ধরার চেষ্টা করেন নরেন্দ্র মোদি ও তাঁর অনুগামীরা, এবার সেই শব্দকেই ভুল দাবি করলেন ভাগবত (Mohan Bhagwat)।

ভারতের রাষ্ট্রের ধারণা কোনও পাশ্চাত্যের (Western) থেকে তৈরি হয়নি বলে দাবি করে মোহন ভাগবত মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) দাবির সমালোচনা করেন। তিনি দাবি করেন, হিন্দ স্বরাজে গান্ধীজি দাবি করেছিলেন ব্রিটিশরা আসার আগে ভারত একত্রিত (united) ছিল না বলে। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা যা ব্রিটিশরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল।

সেই সঙ্গে তাঁর দাবি, সেই সময় সব ধরনের শিক্ষা ব্রিটিশরাই আমাদের দিত। ফলে তাঁদের রাষ্ট্রের ধারণাই আমাদের উপর চাপিয়ে দিয়েছিল তারা। অথচ ভারতের একতার ধারণা বহু প্রাচীন। আমাদের দেশের রাষ্ট্রের ধারণা একেবারে আলাদা। তা পশ্চিমের দেশগুলির মতো কখনই না।

মোহন ভাগবত জানান, তাঁকে অনেকেই প্রশ্ন করেন তিনি রাষ্ট্রবাদী (Nationalist) কি না। তার উত্তরে তিনি দাবি করেন, তিনি রাষ্ট্রত্ব বা রাষ্ট্রীয়তা বলতে পারি। কিন্তু রাষ্ট্রবাদ নয়। রাষ্ট্রবাদ (Nationalism) কথাটি বললে পশ্চিমের চিন্তাধারা প্রকাশ পায়। ওখানকার রাষ্ট্রবাদের পরম্পরা ফুটে ওঠে যার কারণে দুটি বিশ্বযুদ্ধ (World War) হয়েছে। রাষ্ট্রের অহংকারের কারণে দুটি যুদ্ধ হয়েছে। তাই ওখানে রাষ্ট্রবাদ কথাটি শুনলে লোকে ভয় পায়।

আরও পড়ুন : HDFC ব্যাঙ্ককে ৯১ লক্ষ টাকা জরিমানা! বিবৃতি জারি RBI-এর

আদতে রামমন্দির প্রতিষ্ঠা থেকে গোবলয়ে ভোটের বাজার ধরে রাখতে যে রাষ্ট্রবাদের ধারণা গেঁথে দেওয়ার চেষ্টা চালিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi), সেই রাষ্ট্রবাদ শব্দেরই বিরোধিতায় ভাগবত। সেই প্রসঙ্গেই তাঁর দাবি, আমাদের রাষ্ট্রের এমনভাবে জন্ম হয়নি। কারণ এটি অহংকার (ego) থেকে জন্ম নেয়নি। অহংকার বিসর্জন দেওয়ার পরই আমাদের রাষ্ট্রের জন্ম হয়েছে। যখন আমাদের দেশের মানুষ বুঝেছিলেন একের মধ্যে সব রয়েছে তখনই আমাদের রাষ্ট্রের বোধ তৈরি হয়েছিল।

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...