Friday, January 30, 2026

পুরোনো বিজ্ঞপ্তি দিয়ে ভুয়ো প্রচার! বিজেপিকে ফের চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বিএলওদের পারিশ্রমিক বৃদ্ধির পুরনো একটি বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশ করে রাজনৈতিক চমক দিতে চাইল বিজেপির আইটি সেল। কিন্তু সেই পরিকল্পনাতেও কার্যত জল ঢেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর মত একটি অপরিকল্পিত পদক্ষেপের ফলে যে মারাত্মক কাজের চাপ বেড়েছে তাতে রীতিমত অসন্তুষ্ট দেশজুড়েই বিএলওরা। এই অবস্থায় কমিশনের তরফে অভিযোগ, বিএলওদের বর্ধিত পারিশ্রমিক নাকি আটকে রেখেছে রাজ্য সরকার। তাই সেই পারিশ্রমিক বৃদ্ধির পুরনো বিজ্ঞপ্তি ফের নতুন করে প্রকাশ করা হয়েছে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই বিজ্ঞপ্তির ছবি দিয়ে শনিবার নির্বাচন কমিশন ও বিজেপিকে এবার নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, ‘’ওই বিজ্ঞপ্তি ৪ মাস পুরোনো। মিথ্যা উত্তেজনা তৈরী করে নির্বাচন কমিশনকে মাথায় তোলার চেষ্টা চলছে।’’

তিনি বেশ কড়া ভাষাতেই লেখেন, ”যখন বিজেপির আইটি সেল চার মাস পুরনো বিজ্ঞপ্তি পুনর্ব্যবহার করে উত্তেজনা তৈরি করে নির্বাচন কমিশনকে মাথায় তুলতে শুরু করে, তখন একটা সত্যি সবাই বুঝতে পারে যে বাংলাকে বিপর্যস্ত করার ‘মিস্টার সার’ এর সবরকম অসৎ কৌশল শুধুমাত্র যে ব্যর্থ হয়েছে সেটা নয়, জনসাধারণের দৃষ্টিতে রীতিমত পর্য্যুদস্ত। কেন্দ্রীয় সরকারের সব এজেন্সী যেমন ইসি, ইডি, সিবিআই, আইটি, কেন্দ্রীয় বাহিনী, মিডিয়া এবং এমনকি বিচার বিভাগের একাংশ কেন্দ্রের অঙ্গুলিহেলনে তাঁদের প্রতিটি অস্ত্র ব্যবহার করা সত্ত্বেও, বিজেপি এখনও জানে যে বাংলা তাদের আবার পরাজিত করবে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস ২০২১ সালের চেয়েও জোরালো ভাবে ফিরে আসবে।” এরপরেই গেরুয়া নেতাদের প্রশ্ন ছুড়লেন তিনি, ”নেতাদের কাছে আমার সহজ প্রশ্ন: আপনাদের কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস আছে? না এখনও সেই পুরোনো বিজ্ঞপ্তি এবং রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকবেন?”

প্রসঙ্গত,স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের (BLO)। ডেটা এন্ট্রি-সহ একাধিক কাজে নিযুক্ত BLO-রা। বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে, কাজের চাপ সহ্য করতে না পেরে একাধিক বিএলও’র মর্মান্তিক পরিণতি হচ্ছে। এর মাঝেই বিএলওদের জন্য পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। প্রথমে পারিশ্রমিক ছিল মাত্র ৬ হাজার টাকা। পরে সেটা বাড়িয়ে করা হয় ১২ হাজার টাকা। আবার বাড়িয়ে এখন সেটা হয় ১৮ হাজার টাকা। কিন্তু সেটা অনেক আগের, নতুন করে কোন বিজ্ঞপ্তি নেই।

আরও পড়ুন- ২৬-এ পরিবর্তন! ফ্লপ জ্যোতিষী শুভেন্দুর পর্দাফাঁস কুণালের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...