Saturday, January 31, 2026

ইডেনের পুনরাবৃত্তি রাঁচিতে, মাঠে কোহলির পা স্পর্শ করে শাস্তি জুটল ভক্তের

Date:

Share post:

অলোক সরকার, রাঁচি

ইডেনের পুনরাবৃত্তি রাঁচিতে। ভগবানের পা স্পর্শ এক ভক্তের(Fan)। চলতি বছরের আইপিএলে ইডেনে আরসিবি কেকেআর ম্যাচে ইডেনে ঢুকে পড়েছিলেন ঋতুপর্ণ পাখিরা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শতরান করলেন কিং কোহলি( Virat Kohli)। সেই সময়েই দেখা গেল এক ভক্ত(Fan) মাঠে ঢুকে বিরাটের পা স্পর্শ করেছেন।

টি২০, টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন। এখন শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলেন কোহলি( Virat Kohli)।  তবে  কিং কোহলিই টিম ইন্ডিয়ার  নিউক্লিয়াস। দেশে-বিদেশে যেখানেই খেলেন  কোহলিকে ঘিরে উদ্বেলিত হয় গ্যালারি।  যেমনটা হল রাঁচিতে। রাঁচি বরাবরই পয়মন্ত মাঠ কোহলির কাছে। ধোনির শহরে এই নিয়ে তিনটি শতরান করে ফেললেন কোহলি। তারপরই দেখা গেল এক যুবক মাঠে ঢুকে পড়ে কোহলির দিকে ছুটছেন। ঈশ্বরকে ছোঁয়ার আকুতি নিয়ে প্রাণ পণে মাঠে দৌড়াছিলেন। বিরাট ড্রেসিং রুমের দিকে মুখ করেছিলেন। তখনই ভগবানের পা স্পর্শ করেন কোহলি ভক্ত।

প্রেস বক্সের ডানদিকে লোয়ার টিয়ারে বসেছিলেন পাশেই জায়ান্ট স্ক্রীণ, সেখান থেকে ফেন্সিং টপকে ছুটতে শুরু করে, নিরাপত্তা অতিক্রম করে পৌঁছেও যান কোহলির কাছে। যখন ছেলেটি ছুটে যাচ্ছিল ৪০ হাজারের স্টেডিয়ামে তাঁকে উদ্দীপ্ত করতে থাকে। গোটা স্টেডিয়ামও তাঁর সঙ্গেই ছিল।

ঈশ্বরের পা স্পর্শ করার ফলাফল কিন্ত মধুর হল না। সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপত্তারক্ষীরা তাঁকে টেনে নিয়ে মাঠের বাইরে নিয়ে যায়, নিরাপত্তা রক্ষীরা আটক করে। যতদূর জানা গিয়েছে  কোহলি ভক্তকে কড়া শাস্তি দেওয়া হয়।

নিজের আইকনকে স্পর্শ করে স্বপ্ন পূরণ কিন্তু তার জন্য জুটল কড়া শাস্তিও। রাঁচিতে যখন এমন কাণ্ড তখন ইডেনে বিরাট কাণ্ড ঘটানো ঋতুপর্ণ পাখিরা পাড়ার মাঠে খেলছেন। নিজের ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন পাখিরা।

spot_img

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...