পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে ভয় ধরাচ্ছে মেঘালয়ের রিপোর্ট। রাজ্যে হু হু করে বাড়ছে এইচআইভি(HIV) আক্রান্তের সংখ্যা। যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। এই রাজ্যে ১০ হাজারের বেশি বাসিন্দা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসে আক্রান্ত। তার মধ্যে উদ্বেগজনক বিষয় ৫০০ শিশুর শরীরে মিলেছে এইডস। সবচেয়ে খারাপ অবস্থা জয়ন্তিয়া হিলসে।
গত ২০ বছরে মেঘালয়ে এইচআইভি(HIV) সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০০৫ সালের তুলনায় ২২০% হারে বেড়েছে সংক্রমণ। ভারতে এইচআইভি পজিটিভের হার প্রায় ০.২১%। এরমধ্যে শুধু মেঘালয়ে সংক্রমণের হার প্রায় ০.৪৩%, যা ভারতের প্রায় দ্বিগুণ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, অধিকাংশ শিশু আক্রান্ত হয়েছে আর্থিক ভাবে দুর্বল পরিবার থেকে, যা রোগের সামাজিক মাত্রাটিকেও আরও বাড়িয়েছে। মেঘালয় এইডস কন্ট্রোল সোসাইটির হিসাবে, অরক্ষিত বিপরীত লিঙ্গের যৌনসম্পর্কই সংক্রমণের মূল কারণ। অনেকে এখনও পরীক্ষায় অনীহা দেখাচ্ছেন, ফলে সময়মতো ধরা পড়ছে না বহু নতুন সংক্রমণ। সাম্প্রতিক সচেতনতা শিবির ও স্ক্রিনিংয়ে ৬হাজার ৮৮২ জনকে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২৪ জনের রিপোর্ট পজিটিভ।

–

–

–

–

–


