Monday, December 1, 2025

শুভেন্দুদের গো-ব্যাক স্লোগান, এসআইআরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে

Date:

Share post:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারীরা(Shuvendu Adhikary)। শুভেন্দুদের উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিএলও-রা। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সিইও দফতর এলাকায়।

কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির ধরনা অবস্থান চলছিল। সেইসময় এসআইআর নিয়ে নালিশ জানাতে নির্বাচনী দফতরে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল। তাঁদের লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। বিজেপি নেতাকর্মীরা পাল্টা স্লোগান তুললে দু’পক্ষের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

বিএলও-দের গো ব্যাক স্লোগানে ক্ষুব্ধ বিরোধী দলনেতা ক্ষোভে ফেটে পড়ে কমিশনের দফতর অন্যত্র সরানো ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি করেন।

এসআইআর ইস্যুতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির লাগাতার অবস্থানের এদিন বিজেপির প্রতিনিধি দলের বৈঠকের জন্য কড়া নিরাপত্তা ছিল। একাধিক এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা পৌঁছানো মাত্র ‘গো ব্যাক’ স্লোগানে পরিস্থিতি। তাতেই শুভেন্দুর ক্ষোভ।

বিএলও-দের গো-ব্যাক ধ্বনির মধ্যেই সিইও দফতরের ভিতরে প্রবেশ করেন বিজেপির প্রতিনিধিরা। বৈঠক সেরে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী((Shuvendu Adhikary)। সিইও দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, বর্তমান পরিস্থিতিতে সিইও দফতর নিরাপদ নয়। এদিনের ঘটনায় তা ফের স্পষ্ট হল। বর্তমান জায়গা থেকে তাই নিরাপদ স্থানে দফতর সরানো জরুরি। দরকার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনও।

শুভেন্দুরা যখন সিইও দফতরে বৈঠক করছেন, তখন বাইরে বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে বিএলও-দের। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে কলকাতা পুলিশ সে ব্যাপারে কড়া সতর্কতা অবলম্বন করে।

spot_img

Related articles

২০২৭ বিশ্বকাপে খেলবেন ‘রো-কো’ জুটি? শর্ত-সমর্থনে লুকিয়ে আছে উত্তর

টি২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে বিরাট কোহলির(Virat Kohli) আন্তর্জাতিক কেরিয়ার শুধুমাত্র ওডিআই ক্রিকেটেই সীমাবদ্ধ। কিন্তু  ২০২৭ সালের...

সেবাশ্রয় ২.০: কথা রাখলেন অভিষেক, ডায়মন্ড হারবারের কর্মভূমিতে চিকিৎসা-সহায়তায়র সূচনা

কথা রাখলেন। ডায়মন্ড হারবারে (Diamond Harbor) সেবাশ্রয় ২-র (Sevashray 2.0) সূচনা করলেন তৃণমূলের (TMC)  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

BLO-দের পারিশ্রমিক হবে ৬০ হাজার: কমিশনকে পাল্টা শর্ত অভিষেকের

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় বিএলও-দের ঘাড়ে বন্দুক রেখে খেলছে নির্বাচন কমিশন। অথচ সেই বিএলও-দের (BLO) কোনও দায়িত্ব নিচ্ছে না...

নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন? দলের নির্দেশ সাফ জানালেন অভিষেক

নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র থেকে না কি আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...