স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন স্মৃতির বাবার অসুস্থ হয়ে পরায় বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এরপর পলাশের নানা কীর্তি ফাঁস হয়ে যায়। ফলে দুই জনের সম্পর্কে গভীর তিক্ততা আসে। ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রামে পলাশকে আনফলো করে দিয়েছেন শ্রবণ। বিয়ের যাবতীয় পোস্ট মুছে দিয়েছেন স্মৃতিও।
এরপর খবর ছড়িয়েছে, আগামী ৭ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )। মহারাষ্ট্রের সাংলি অর্থাৎ স্মৃতির দেশের বাড়িতেই ফের বিয়ের অনুষ্ঠান হবে বলে খবর ছড়ায়। বিগত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনাকে মাঠের বাইরে পাঠিয়েছেন স্মৃতির দাদা শ্রবণ।স্মৃতির দাদা জানিয়েছেন, “কীভাবে এসব জল্পনা ছড়াচ্ছে, আমার কোনও ধারণা নেই। এখনও পর্যন্ত বিয়ে স্থগিত রয়েছে।”

পলাশের সঙ্গে আর ভারতীয় দলের তারকা ক্রিকেট সাত পাকে বাধা পড়বেন কি না, সেই নিয়েও জল্পনার শেষ নেই। কারণ বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে।সব মিলিয়ে পরিস্থিতি অনেক জটিল হয়েছে।

–

–

–

–


