ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) কলকাতার (Kolkata) বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ এলাকার একটি রংয়ের গুদামে আগুন লাগে। দমকলের মোট আটটি ইঞ্জিনের প্রায় ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপে কারখানার পাশে থাকা একটি নির্মীয়মান আবাসনের দেওয়াল কালো হয়ে গিয়েছে।
এদিন সকাল সকাল ১০টা নাগাদ আচমকা গুলশন কলোনির একটি রঙের গোডাউনে (Warehouse) আগুন লেগে যায়। মুহূর্তে আগুনের (Fire) গ্রাসে চলে যায় পুরো গুদাম। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। রঙের গুদামে দাহ্য বস্তু মজুত থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। ঘিঞ্জি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায়।

প্রথমে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন বাড়তে থাকায় পরে আরও ছটি ইঞ্জিন যায়। মোট ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রাও আগুন নেভানো কাজে সহায়তা করেন।

গুদামের উপরেই আবাসন। ফলে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাতাহাতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। আগেও একাধিকবার গুলশন কলোনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে।

–

–

–

–

–



