বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)। আগামী বছর বিশ্বকাপে কি তাঁকে নীল সাদা জার্সিতে দেখা যাবে, বিশ্বকাপের ড্র-য়ের আগে রাজপুত্রের মুখে আশা-আশঙ্কার বাণী।
মেসি(Messi) নিজে বিশ্বকাপ খেলতে চান। কিন্তু না খেলার যে একটা সম্ভবনা আছে সেটাও উল্লেখ করলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসি জানিয়েছেন, “ আগামী বছর বিশ্বকাপ খেলাটা আমার একটা স্বপ্ন। আশা করি খেলতে পারব। এ নিয়ে কোচের সঙ্গেও কথা হয়েছে। সবচেয়ে খারাপ হতে পারে, আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম। তবে সেটাও আমার কাছে বিশেষ অনুভূতি হবে।”

২০২২ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আগামী বছরও যে তারা বিশ্বকাপ জিততে পারেন সে কথা উল্লেখ করেছেন মেসি(Messi)। বিশ্বকাপ প্রসঙ্গে মেসি জানিয়েছেন “আমাদের দলে ভালো ফুটবলার আছেন। স্কালোনি কোচ হওয়ার পর আমাদের শক্তি আরও বেড়েছে।মানসিক ভাবে শক্তিশালী, যারা সব ট্রফি জিততে চায়। অনুশীলন বা ম্যাচেই সেটা বোঝা যায়। দলের সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ওরা সকলেই নিজেদের উজাড় করে দেয়।”

এখানেই থেমে না থেকে মেসি আরও বলেন, “আমাদের ছোট খাটো বিষয়গুলো পরিবর্তন করতে হবে। একটা শট পোস্টে লাগলে বা পেনাল্টি নষ্ট করলেই বিশ্বকাপ থেকে বিদায় হতে পারে।”

–

–

–

–

–



