Monday, December 8, 2025

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

Date:

Share post:

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া। টানা দ্বিতীয়বার সুপার কাপ খেতাব জিতল গোয়া। ডুরান্ড কাপ, আইএফএ শিল্ডের পর সুপার কাপেও স্বপ্নভগ্ন হল লাল হলুদের।

ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে খেলতে শুরু করে গোয়া(FC Goa)। অন্য প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে শুরু করে লাল হলুদ জার্সিধারীরা।ম্যাচের ২০ মিনিটে দারুন একটা সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল।বিপিনের পাস থেকে গোল করতে ব্যর্থ হন মহেশ।গোয়াকে বিপদমুক্ত করেন ঋত্বিক। এরপর আক্রমণের চাপ বৃদ্ধি করে গোয়া।

২৬ মিনিটে দুটি পরিবর্তন করেন মার্কুয়েজ। রোনি এবং বোরিশের পরিবর্তে নামেন নিম এবং উদান্তা।প্রথমার্ধে চাপ বেশি ছিল গোয়ারই।  একাধিক সুযোগ তৈরি করলেন গোয়ানিজরা। এরমধ্যে একটি শট  আবার পোস্টেও লাগল। অন্যদিকে, রশিদ, মহেশরা সমানতালে চেষ্টা করে গেলেন। তবে গোয়ান গোলরক্ষক ঋত্বিক বেশ কয়েকবার দলের পতন রোধ করলেন।  প্রথামর্ধের খেলা শেষ হল ০-০ ভাবেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে, সেই সঙ্গে সুযোগ নষ্টের প্রদর্শনী।  মহেশের জায়গায় পিভি বিষ্ণুকে নামান কোচ। সিবিয়ের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। ৮৪ মিনিটে জোড়া পরিবর্তন হল ইস্টবেঙ্গল শিবিরে। চুননুঙ্গা এহং হিরোশির জায়গায় যথাক্রমে মাঠে এলেন জয় গুপ্তা এবং ডেভিড লালনসাঙ্গা।

নজরকাড়া সেভ করলেন এফসি গোয়ার গোলরক্ষক ঋত্বিক। পিভি বিষ্ণুর নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন তিনি। অন্যদিকে  ড্রাসিচ সহজ সুযোগ নষ্ট করসলেন।ব্রাইসনের শট পোস্টে লাগল। ফলে ৯০ মিনিটেও কোনও দল গোল করতে পারল না। খেলা গড়ায় অতি্রক্ত সময়ে।

১০৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেও সিভারিও , এক্ষেত্রে দলের পতন রোধ করলেন গোরক্ষক গিল। এরপর দুই দলের গোলরক্ষকই কার্যত কুম্ভ হয়ে উঠেন। ১২০ মিনিট শেষেও খেলার ফল ছিল ০-০। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হল টাইব্রেকারে। আইএফএ শিল্ডের মতো এবার অবশ্য ইস্টবেঙ্গল গোলরক্ষক পরিবর্তন করেনি। গিলের উপরই ভরসা রাখে।

টাইব্রেকারে ফলাফল ছিল ৪-৪। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। টাইব্রেকারে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে সিবিলে, ক্রেসপো, মিগুয়েল। চতুর্থ শট  মিস করলেন রশিদ,  পঞ্চম শটে গোল করলেন আনোয়ার। সাডেন ডেথে গোল করেন হাদিম, কিন্তু  পিভি বিষ্ণু মিস করেন।

গোয়ার হয়ে বোরহা প্রথম শটই নষ্ট করেন বোরহা, দ্বিতীয় শটে গোল করলেন সিভেরিও, এরপর ডারিচ, নিম, টিমোর।  সাডেন ডেথে গোল করেন উদান্তা, এরপর তাভোরা গোল করতেই চ্যাম্পিয়ন হল গোয়া। উল্লাসে মাতেন গোয়ান ফুটবলাররা।

 

spot_img

Related articles

অপরিকল্পিত SIR:কোচবিহারের বৈঠক থেকে কমিশনের পক্ষপাতিত্বকে তোপ মুখ্যমন্ত্রীর

ফের একবার নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর চালু করা নিয়ে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একদিকে রাজ্যের উন্নয়নের...

‘জয় হিন্দ’-এ আপত্তি, ‘বন্দেমাতরম’-এ বিতর্ক! সংসদে আলোচনায় কটাক্ষ মমতার

বিজেপির নেতারা বলছেন নেতাজি, গান্ধীজিকে পছন্দ করি না। আবার বিজেপির কেন্দ্রের সরকার সংসদে 'বন্দেমাতরম' (Vandemataram) ১৫০ বর্ষপূর্তিতে আলোচনার...

সংসদে ‘বঙ্কিমদা’! মোদির ঔদ্ধত্যের প্রতিবাদ সৌগতর, ক্ষমাও চাইলেন না প্রধানমন্ত্রী

বাঙালি বিদ্বেষী বিজেপির আরও এক চেহারা ফুটে উঠল সংসদে সোমবার। খোদ দেশের প্রধানমন্ত্রী সংসদে (Parliament) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে (Bankim...

গীতাপাঠের অনুষ্ঠানে কেন গেলেন না: কারণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

রবিবাসরীয় কলকাতায় ব্রিগেডে গীতাপাঠের আসর ভরালেন বিজেপির নেতারা। মাঠে উড়ল হনুমান, রামের পতাকা। আবার সেই আসরে যোগ না...