Monday, December 8, 2025

প্রোঅ্যাক্টিভ হোন: কোচবিহারের বৈঠক থেকে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নির্বাচনের আগে এসআইআর করে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি অশান্ত করার প্রচেষ্টায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। এই পরিস্থিতিতে প্রশাসনিক আধিকারিকরা ব্যস্ত এসআইআরের (SIR) পাশাপাশি পরিষেবার কাজে। ফলে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি রাজ্যের মানুষ যাতে কোনওভাবে হেনস্থার শিকার না হতে পারেন, তার জন্য রাজ্য পুলিশকে (West Bengal Police) সক্রিয়া হওয়ার (proactive) নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের দ্বারা বাংলার মানুষের হেনস্থা আটকাতেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে রীতিমত আগ্রাসী ভূমিকা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের যারা পুলিশ (West Bengal Police) অফিসার তাদের বলছি, এত ভিতু হলে চলবে না। মারপিট, খুনখারাপি করতে বলছি না। অন্তত প্রোঅ্যাক্টিভ (proactive) হন।

মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন সীমান্তবর্তী এলাকা নিয়ে। তাঁর দাবি সীমান্ত দিয়ে টাকাপয়সার লেনদেন চলছে। তা নিয়ে পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ, নাকা চেকিংটা (naka checking) ঠিকঠাক করুন। প্রচুর লেনদেন ইধার উধার হচ্ছে। সীমান্ত দিয়ে। আর যারা এটার বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়। আর দোষ হয় অন্য লোকের।

একইভাবে স্পর্শকাতর কোচবিহার (Coochbihar) নিয়ে মুখ্য়মন্ত্রীর (Chief Minister) নির্দেশ, নতুন জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এসেছেন। আমি তাঁদের বলব ছিটমহল থেকে শুরু করে যত সীমান্ত আছে দেখে নেবেন ভাল করে। আইসিদের বলব, আমরা ছোটবেলায় দেখতাম পুলিশের ভ্যান টহল দিচ্ছে এলাকা জুড়ে। এখন বন্ধ হয়ে গিয়েছে সেটা। টহলটা দিন। আমি বলব না ২৪ ঘন্টা জেগে থাকুন। সেটা ক্রাইসিসের সময় হয়। কিন্তু নিজেদের মধ্যে ঠিক করে ব্যবস্থা করুন।

আরও পড়ুন : অপরিকল্পিত SIR:কোচবিহারের বৈঠক থেকে কমিশনের পক্ষপাতিত্বকে তোপ মুখ্যমন্ত্রীর

বাংলা-বিরোধী বিজেপির রাজ্যগুলিতে যেভাবে বাঙালি হেনস্থা চলছে তা থেকে রাজ্যের মানুষকে নিস্তার দিতেও পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, আমরা চাই মানুষ নিজের সম্মান-মর্যাদা নিয়ে বাঁচুক। অসমের অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো। পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে আমার রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কোনও অপরাধীদের গ্রেফতার করতে আসছে, তাহলে রাজ্যের সঙ্গে কথা বলুক। আমরা নিশ্চয়ই অপরাধীদের অ্যালাও করব না। কিন্তু সাধারণ মানুষ আর অপরাধী এক নয়।

spot_img

Related articles

বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

বিতর্ককে পিছনে ফেলে অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। সোমবার থেকে ফের অনুশীলন শুরু করলেন ভারতীয় দলের...

নকল নাম চিহ্নিতকরণে নয়া ব্যবস্থা! SIR নজরদারিতে আরও পাঁচ স্পেশাল রোল অবজারভার নিয়োগ কমিশনের

ভোটার তালিকায় নকল বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করতে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা...

বিজেপির সংস্কৃতি মন্ত্রীর মুখে বঙ্কিমের ভুল নাম! সংসদে একের পর এক তোপ তৃণমূলের

বাঙালির প্রতি বিজেপির নেতাদের অসম্মানের পাশাপাশি এবার বিজেপির টিকিটে জিতে দেশের মন্ত্রী হয়ে বসা ব্যক্তিদের অজ্ঞতাও প্রকাশ্যে চলে...

হিন্দিকে ‘রাষ্ট্রভাষা’ প্রমাণের চেষ্টা! রাজ্যপালের ‘ভুল’ ধরিয়ে কটাক্ষ কুণালের

বাংলায় বসে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা রাজ্যপাল সি ভি আনন্দ বোস আগেও করেছেন। তবে এবার প্রকাশ্যে বাংলার মাটিতে...