বাংলায় বসে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা রাজ্যপাল সি ভি আনন্দ বোস আগেও করেছেন। তবে এবার প্রকাশ্যে বাংলার মাটিতে খোদ কলকাতার বুকে দাঁড়িয়ে হিন্দিকে সেরা ভাষা হিসাবে তুলে ধরার চেষ্টা রাজ্যপাল আনন্দ বোসের (C V Ananda Bose)। একদিকে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা (National language) দাবি করে দেশের অন্য ২১টি ভাষাকে অপমান করলেন তিনি। অন্যদিকে ভাষার তুলনা ধাই-মার সঙ্গে করে সামাজিক শ্রেণিকে অপমানের মুখে দাঁড় করালেন রাজ্যপাল। রবিবার ব্রিগেডে গীতাপাঠের (Gitapath) মঞ্চে রাজ্যপালের বিবৃতিতে বাস্তব দর্শন করালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস দেশের প্রাক্তন আইএএস (IAS)। তারপরেও গীতাপাঠের মঞ্চে উঠে কার্যত তিনি নিজের জ্ঞানকেই অজ্ঞানতার অন্ধকারে লুকিয়ে রাখলেন। তাঁর এই আচরণের প্রতিবাদ জানিয়ে কুণাল ঘোষ দাবি করেন, রাজ্যপাল যেভাবে ব্রিগেডের অনুষ্ঠানে দাঁড়িয়ে ভারতের রাষ্ট্রভাষা হিন্দি (Hindi) – এই কথাটি বলেছেন, তার তীব্র প্রতিবাদ করছি। মহামান্য রাজ্যপালের (Governor) জানা উচিত ভারতবর্ষে কোনও রাষ্ট্রভাষা (National Language) নেই। সংবিধানের ষষ্ঠ তপশিলে (Sixth schedule) ২২টি ভাষা আছে যাদের সমান গুরুত্ব। তাদের মধ্যে কেউ রাষ্ট্র ভাষা নয়। কাজ চালাবার জন্য সরকার যে ভাষা ব্যবহার করে সেখানে হিন্দি আছে। কিন্তু সেটা রাষ্ট্রভাষা নয়। বাংলার রাজ্যপাল হয়ে এত বড় ভুল। তিনি প্রাক্তন আইএএস, তাঁর কাছ থেকে এত বড় ভুল প্রত্যাশিত নয়।

আরও পড়ুন : প্রোঅ্যাক্টিভ হোন: কোচবিহারের বৈঠক থেকে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার মঞ্চ থেকে আনন্দ বোস দাবি করেছিলেন হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। ইংরাজি হল ধাইমা। এই কথায় কীভাবে তিনি সমাজের একটি শ্রেণিকেই অপমানের মুখে দাঁড় করিয়েছেন, তা ব্যাখ্যা করে কুণালের দাবি, তার সঙ্গে আপনি মা ও ধাইমার তুলনা করেছেন। এভাবে কোনও ভাষাকে ধাইমার সঙ্গে তুলনা করে কী আপনি ধাইমাকে অপমান করছেন। আমাদের সংস্কৃতিতে ধাইমাকে মায়ের মত শ্রদ্ধাতেই দেখি। হিন্দি রাষ্ট্রভাষা, এই ভুল তথ্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে সামাজিক নাড়ির বন্ধন, আত্মার আত্মীয় যাঁরা তাঁদের তুলনার মধ্যে ফেলে ছোট করা, এটা বোধহয় মাননীয় রাজ্যপাল ঠিক হল না। সম্পূর্ণভাবে ভুল বলেছেন। আশা করব আপনি এই ভুল প্রকাশ্য বিবৃতিতেই ঠিক করবেন।

–

–

–

–

–

–


